Tense কত প্রকার ও কি কি | ইংরেজি টেন্স শেখার সহজ উপায়
Tense কত প্রকার ও কি কি | ইংরেজি টেন্স শেখার সহজ উপায়

Tense কত প্রকার ও কি কি | ইংরেজি টেন্স শেখার সহজ উপায়

সম্মানিত পাঠক আশা করি ভালো আছেন। আজকে আমারা Tense কত প্রকার ও কি কি | ইংরেজি টেন্স শেখার সহজ উপায় সম্পর্কে জানবো। নিম্নে থেকে বিস্তারিত দেখে নিন…

Tense কাকে বলে | What is tense?

The relationship between the form of the verb and the time of the action or state it describes.
How many kinds of tenses? Longman Dictionary of Applied Linguistics

Tense কত প্রকার ও কি কি

  • ইংরেজিতে Tense মূলত ২ প্রকার। যথাঃ
  • ১। Present Tense
  • ২। Past Tense

Future Tense বলতে ইংরেজিতে কিছু নেই। কিন্তু বাংলায় Tense তিন প্রকার – বর্তমান, অতীত ও ভবিষ্যৎ। যেহেতু আমরা এখানে – বাংলাকে মাধ্যম ধরে Tense শিখব, তাই এখানে আমরাও তিন প্রকার Tense ধরে আলোচনা করব।

  • ১। Present Tense
  • ২। Past Tense
  • ৩। Future Tense

প্রত্যেক প্রকার Tense এর চারটি aspect বা দিক আছে। যেমন-

  • Simple/Indefinite
  • Progressive/Continuous
  • Perfect
  • Perfect Continuous

এবার চলুন আমরা বাংলায় Tense চিনি-
ল থাকলে past tense
ব থাকলে future tense
ল ও নাই ব ও নাই present tense, present tense

হোয়াটসঅ্যাপে আপনার পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে


দুইবার present tense বলার কারণ হচ্ছে ছন্দ মিলানো। কারণ ছন্দে ছন্দে পড়লে আপনার বেশি দিন মনে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে শষে থাকবে। (সাধারণত বাংলা ল বা ব কোথায় থাকবে? ক্রিয়াপদের (verb) শেষে থাকবে। (সাধারণত বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদ থাকে। তবে বাক্যের মাঝেও থাকতে পারে।) যেমন-

  • আমি ঢাকা যাই।
  • আমি ঢাকা গিয়েছিলাম।
  • আমি ঢাকা যাব।


কিন্তু বাংলা সব বাক্যই যে এই সূত্রে পড়বে তা নয়। যেমন –


১। আমি সকালে ফুটবল খেলতাম।
২। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে।


এখানে বাক্যের শেষে ল নাই কিন্তু এগুলো past tense. এরকম কিছু ব্যতিক্রম থাকা সত্ত্বেও আপনি চাইলেই কোনটা past tense সেটা সহজেই বুঝতে পারবেন কাজটি অতীত কালে ঘটেছে কি না তা দেখে।

এবার চলুন বাংলায় কিছু Tense নির্ণয় করা যাক –

  1. সুমন ঢাকা যায়।
  2. আমি তোমার সাথে লাইব্রেরিতে দেখা করব।.
  3. আমি গতকাল রংপুর গিয়েছিলাম।
  4. আমি তার কথা শুনিনি।
  5. অমিত গান গাইছে।
  6. আমি এক ঘণ্টা যাবৎ অনুশীলন করছি।
  7. বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার আশ্রম হওয়া উচিৎ।
  8. কিভাবে আমাদের শহীদদের প্রতি সম্মান দেখানো উচিত?
  9. . শহীদরা দেশের সূর্যসন্তান।
  10. যে কোন জাতীয় দিবসে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত।
  11. শুধু জাতীয় দিবসেই নয় অন্যান্য সময়েও তাদের স্মরণ করা উচিত।
  12. কি কি জিনিষ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারে?
  13. প্রথমত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে। তারপর
  14. নির্বাচনের সময় যুদ্ধ বিরোধী প্রার্থীকে ভোট দিতে হবে ইত্যাদি।
  15. বাংলাদেশের কিছু প্রাকৃতিক সুন্দর স্থানের নাম বলতে পারবে? . হ্যাঁ পারব।
  16. কক্সবাজার, সেন্ট মারটিন, বান্দরবান, রাঙামাটি, সিলেট ইত্যাদি।
  17. আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলো কি করে?
  18. . আমাদের শিক্ষা প্রতিষ্ঠন গুলো ছাত্রছাত্রীদের সৃজনশীল মেধা

আশা করি আজকের আর্টিকেল্টি আপনাদের উপকারে আসবে। আজকের টপিক নিয়ে কোন প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

Check Also

ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় বাক্য

ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় বাক্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম আশা করি সবাই ভাল আছেন। আজকে আমরা ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় …

১৫ আগস্ট সম্পর্কে রচনা | জাতীয় শোক দিবস রচনা

১৫ আগস্ট সম্পর্কে রচনা | জাতীয় শোক দিবস রচনা

১৫ আগস্ট সম্পর্কে রচনা এবং জাতীয় শোক দিবস রচনা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী …

Saptahik Chakrir Dak সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা

Chakrir Dak Saptahik 18 August Friday | আজকের চাকরির ডাক সাপ্তাহিক পত্রিকা

Chakrir Dak Saptahik 18 August Friday | আজকের চাকরির ডাক সাপ্তাহিক পত্রিকাঃ এখানে আপনি সাপ্তাহিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x