এইচএসসি মাদ্রাসা বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি/MCQ প্রশ্ন সমাধান | Madrasah board HSC bangla 1st paper MCQ question answer: আসসালামু আলাইকুম। ২০২৩ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্র mcq পরীক্ষা ভালো হয়েছে। বিগত সালের মাদ্রাসা বোর্ডের বাংলা প্রথম পত্র প্রশ্ন এবং ২০২৩ সালের বাংলা প্রথম পত্র প্রশ্ন তুলনা করলে দেখা যায় পূর্বের তুলনায় এখন প্রশ্ন অনেক কঠিন হয়েছে। তবে যারা নিয়মিত পড়াশোনা করেছে তাদের কাছে সহজ হয়েছে। যাইহোক প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মাদ্রাসা বোর্ডের বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান করব। প্রশ্ন সমাধানের আগে না জানলেই না তা একবার দেখে নেই।
মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচি
মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৭ই আগস্ট ২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে। ১৭ই আগস্ট বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন
মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন
মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষার সিলেবাস
এইচএসসি পরীক্ষা ২০২৩ সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রী দীপু মনি এবং আন্ত শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বলেন মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৭ই আগস্ট থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের এইচ এস সি ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 26 সেপ্টেম্বর থেকে। এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ৪ অক্টোবর এ।
এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি ২০২৩
এইচএসসি বাংলা প্রথম পত্র বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেখে নিতে পারো। এইচএসসি মাদ্রাসা বোর্ড বাংলা প্রথম পত্র পরীক্ষা ১৭ আগস্ট ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। তবে ২০২২ সালে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্নের চেয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন অনেক সহজ হয়েছে। তবে যাদের প্রস্তুতি খারাপ তাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে।
Hsc বাংলা ১ম পত্র নৈর্ব্যক্তিক সমাধান
এইচএসসি বাংলা প্রথম পত্র প্রশ্ন সমাধানের আগে প্রশ্নের মানবন্টন জেনে নেই। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনী অপেক্ষায় ৩০ নম্বর বরাদ্দ থাকে। এবং সৃজনশীল অংশে ৭০ নাম্বার বরাদ্দ থাকে।
এইচএসসি বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনী অপেক্ষায় ৩০টি এমসিকিউ প্রশ্ন থাকে। প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের মান হচ্ছে ১ নম্বর। আর প্রতিটি mcq ভুল এর জন্য ১ নাম্বার করে কাটা যাবে। তবে এইচএসসি বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট করতে হলে এমসিকিউ অংশে ভালো করতে হবে।
মাদ্রাসা বোর্ড এইচএসসি বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনী অংশে সময় থাকে ৩০ মিনিট। এবং পূর্ণমান নম্বর ৩০। বাংলা প্রথম পত্রের নৈবিত্তিক প্রশ্নগুলো বাংলা গদ্য, বাংলা পদ্ম এবং নাটক থেকে করা হয়ে থাকে।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা
১। শিক্ষা বোর্ডের নামঃ মাদ্রাসা বোর্ড
২। বিষয়ের নামঃ বাংলা প্রথম পত্র।
৩। বিষয় কোডঃ ১০১।
৪। প্রশ্নের ধরনঃ MCQ & CQ.
৫। MCQ প্রশ্ন ও সময়ঃ এম সি কিউ ৩০ টি ও সময় ৩০ মিনিট। (সকল প্রশ্নের উত্তর দিতে হবে)
৬। CQ প্রশ্ন ও সময়ঃ ১১টি প্রশ্ন ও ২ ঘণ্টা ৩০ মিনিট। (যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে)
৭। পরীক্ষার তারিখঃ ১৭ই আগস্ট ২০২৩।
৮। পরীক্ষা শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩।
৯। ব্যবহারিক পরীক্ষার সময়ঃ ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্ন সমাধান ২০২৩ মাদ্রাসা বোর্ড
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের mcq প্রশ্ন অনেক সহজ হয়েছে। এবং তোমরা পরীক্ষায় সকল প্রশ্ন উত্তর করেছ। এখানে মাদ্রাসা বোর্ডের এইচএসসি বাংলা প্রথম পত্রের mcq প্রশ্ন এর সঠিক সমাধান করে দেওয়া হয়েছে। এইচএসসি বাংলা প্রথম পত্রের mcq উত্তর মালার সাথে তোমার প্রশ্নের উত্তর করা অংশ মিলিয়ে নাও। তবে তোমার বাংলা প্রথম পত্র mcq কয়টি সঠিক হয়েছে এবং কয়টি ভুল হয়েছে তা নিম্নে অবশ্যই কমেন্ট করে জানাবে।
মাদ্রাসা বোর্ডের বাংলা ১ম পত্র প্রশ্ন ২০২৩
তোমরা চাইলে এখান থেকে ২০২৩ সালের মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার প্রশ্ন সমাধান দেখে নিতে পারো। ২০২৩ সালের মাদ্রাসা বোর্ড দাখিল বাংলা প্রথম পত্রের প্রশ্ন সমাধান দেখুন নিচের ছবিতে উত্তর দেয়া আছে। আজ থেকে সারাদেশে মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এবং সদ্য পরীক্ষা হয়েছে কিছু কিছু শিক্ষা বোর্ডের। প্রত্যেকটি বোর্ডের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং যারা প্রশ্ন সমাধান খুজঁতেছেন, তাদের জন্য আমরা বোর্ড ভিত্তিক আলাদা আলাদা প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি।
আজ ১৭ আগস্ট ২০২৩ তারিখ মাদ্রাসা বোর্ড-এর অধীনে দাখিল বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং সমাধান নিয়ে হাজির হয়েছি আমরা ক্যাম্পাস টাইম বিডির পক্ষ থেকে। মাদ্রাসা বোর্ড এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখুন আমাদের ওয়েবসাইটে। এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সমাধান। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার বোর্ড ভিত্তিক প্রশ্ন সমাধান দেখুন।
দাখিল পরীক্ষা-২০২৩ আজকের পরীক্ষার প্রশ্ন-সমাধান দেখুন ক,খ,গ,ঘ সেট
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল শ্রেণীর হাদিস শরীফ পরীক্ষা আজকে শেষ হয়েছে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা ইতিমধ্যেই প্রশ্নপত্র দেখেছেন এবং পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে অনলাইনে উত্তর খুঁজছেন।
আমরা এখানে সেট ক, খ, গ ও ঘ এর বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছি। পরীক্ষা শেষে আপনি সহজেই এখান থেকে উত্তরগুলো মিলিয়ে নিতে পারবেন এবং আপনার পরীক্ষা কেমন হয়েছে তা যাচাই করতে পারবেন। এছাড়াও, আমরা রচনামূলক বা লিখিত আকারে নেওয়া পরীক্ষার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন আমাদের এই পেজটি ভিজিট করুন এবং আপনার সকল প্রশ্নের সমাধান এখান থেকে দেখে নিন।
(মাদ্রাসা বোর্ডের বাংলা ১ম পত্র প্রশ্ন এর কাজ চলমান। আশা করি কিছুক্ষনের মধ্যে তোমাদের প্রশ্ন পেয়ে যাবে। এছাড়া এখানে তোমাদের সকল বিষয়ের সকল বোর্ডের প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে। এই সাইটের এইচএসসি অথবা প্রশ্নব্যাংক ক্যাটাগরি থেকে দেখে নাও )
মাদ্রাসা বোর্ডের বাংলা প্রথম পত্র mcq প্রশ্ন সমাধান ২০২৩
প্রশ্ন নং | সঠিক উত্তর | প্রশ্ন নম্বর | সঠিক উত্তর |
০১। | ক | ১৬। | ক |
০২। | খ | ১৭। | খ |
০৩। | গ | ১৮। | গ |
০৪। | ঘ | ১৯। | ঘ |
০৫। | ক | ২০। | ক |
০৬। | খ | ২১। | খ |
০৭। | গ | ২২। | গ |
০৮। | ঘ | ২৩। | ঘ |
০৯। | ক | ২৪। | ক |
১০। | খ | ২৫। | খ |
১১। | গ | ২৬। | গ |
১২। | ঘ | ২৭। | ঘ |
১৩। | ক | ২৮। | ক |
১৪। | খ | ২৯। | গ |
১৫। | গ | ৩০। | ঘ |
HSC বাংলা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বোর্ড প্রশ্ন-০১ pdf download
বাংলা ১ম পত্র বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন উত্তর। HSC Bangla 1st Paper MCQ Question Answer.
এইচএসসি পরীক্ষা
বোর্ড প্রশ্ন-১
বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
বিষয় কোড: ১০১
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেয়া যাবে না।]
১. একদিন কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে কোন যুদ্ধের কথা ভাবছিলেন?
ক. পলাশির
খ. পানিপথের
গ. ওয়াটারলুর
ঘ. বিশ্বযুদ্ধের
উত্তরঃ গ. ওয়াটারলুর
- উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:
স্বাতী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী। বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর-শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়। তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়।
২. ‘অপরিচিতা’ গল্পের সঙ্গে উদ্দীপকের স্বাতীর বৈসাদৃশ্য কোথায়?
ক. নারীর প্রতি বৈষম্যে
খ. আপসহীনতায়
গ. আপসকামিতায়
ঘ. স্বার্থসিদ্ধিতে
উত্তরঃ গ. আপসকামিতায়
৩. উদ্দীপকের শ্বশুর-শাশুড়ির মানসিকতার সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন উক্তিটির মিল রয়েছে?
ক. আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়াই আসিবে
খ. বেহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের
গ. অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন
ঘ. ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই
উত্তরঃ ক. আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়াই আসিবে
৪. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে সভ্যতার যে নেতিবাচক দিকগুলো ফুটে উঠেছে-
ক. দারিদ্র্য ও দুর্ভোগ
খ. অনুকরণপ্রিয়তা ও বিলাসিতা
গ. বস্তুনির্ভরতা ও আলস্য
ঘ. কুটিরশিল্পের বিলোপ ও আলস্য
উত্তরঃ খ. অনুকরণপ্রিয়তা ও বিলাসিতা
- উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের গ্রামীণ যুবক আবুল বউ পিটিয়ে আনন্দ উপভোগ করে।
৫. উদ্দীপকের আবুলের সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. কৈলাশ
খ. বুড়ো রহমান
গ. জগু
ঘ. গোকুল
উত্তরঃ গ. জগু
এইচএসসি (HSC) বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল প্রশ্ন ও উত্তরসহ pdf download বাংলা ১ম পত্র গাইড
৬. ‘মাসি-পিসি’ গল্পের উক্ত চরিত্রের সাথে উদ্দীপকের আবুলের সাদৃশ্য কোথায়?
ক. স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণে
খ. স্ত্রীর প্রতি অবজ্ঞায়
গ. স্ত্রীর প্রতি নির্যাতনে
ঘ. স্ত্রীর প্রতি কর্তৃত্বপরায়ণতায়
উত্তরঃ গ. স্ত্রীর প্রতি নির্যাতনে
৭. ‘ঐকতান’ কবিতায় কৃত্রিম পণ্য বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. অভিজ্ঞতালব্ধ শিল্প
খ. নকল পণ্য
গ. অন্তরের যোগ নেই এমন
ঘ. পসরা
উত্তরঃ গ. অন্তরের যোগ নেই এমন
৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?
ক. উচ্চারিত সত্য
খ. অরণ্য এবং শ্বাপদের কথা
গ. প্রবহমান নদীর কলতান
ঘ. ঝড়ের আর্তনাদ
উত্তরঃ ঘ. ঝড়ের আর্তনাদ
৯. কনফুসিয়াস কোথাকার দার্শনিক?
ক. ইরান
খ. মথুরা
গ. চীন
ঘ. জেরুজালেম
উত্তরঃ গ. চীন
১০. ‘নূরলদীনের সারাজীবন’ কবিতায় নূরলদীন হলো-
i. ঐতিহাসিক চরিত্র
ii. প্রতিবাদী চরিত্র
iii. চেতনাদীপ্ত চরিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
- উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
স্কুল শিক্ষক আবির জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি আলোকিত করেছেন শিক্ষার্থীদের।
১১. উদ্দীপকের আবিরের জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সাথে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন
বিষয়ের মিল রয়েছে?
ক. নদীর সাগরে পতিত হওয়া
খ. দৈহিক বিকাশ ঘটানো
গ. মনুষ্যত্বের বেদনা উপলব্ধি
ঘ. বৃক্ষের ফুলে-ফলে পরিপূর্ণ হওয়া
উত্তরঃ ঘ. বৃক্ষের ফুলে-ফলে পরিপূর্ণ হওয়া
১২. উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন ভূমিকায়?
ক. পরোপকারিতায়
খ. প্রাপ্তি ও দানে
গ. আত্মনিবেদনে
ঘ. বিকাশ সাধনে
উত্তরঃ খ. প্রাপ্তি ও দানে
১৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অর্ঘ্য বিরচন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ঋতুরাজ বসন্তকে বরণ
খ. ফুলের বন্দনাগীত
গ. বসন্তের আগমনী গান
ঘ. অঞ্জলি বা উপহার রচনা
উত্তরঃ ঘ. অঞ্জলি বা উপহার রচনা
- উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাশাসক, রাজনীতিবিদ ও কতিপয় বিপথগামী দোসররা জনসাধারণের উপর নিষ্ঠুর নির্যাতন চালায় ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ দেশের আপামর জনতা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।
১৪. উদ্দীপকের প্রথম বাক্য ‘নবাব সিরাজউদ্দৌলা’ নাটকের কোন কোন চরিত্রের কর্মকান্ডকে ধারণ করে?
ক. উমিচাঁদ-জগৎশেঠ
খ. মোহনলাল-রায়দুর্লভ
গ. ঘসেটি বেগম-লুৎফুনিড়বসা
ঘ. মিরমর্দান-ক্লেটন
উত্তরঃ ক. উমিচাঁদ-জগৎশেঠ
১৫. উদ্দীপকের শেষ বাক্যের বিষয়বস্তু ‘সিরাজউদ্দৌলা’ নাটকের নিচের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?
ক. আপনাদের নতুন নবাব জাফর আলী খানকে আমি মসনদে বসিয়ে দিলাম
খ. হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না
গ. বাংলার ঘরে ঘরে হাহাকারের বন্যা বইয়ে দেবে মিরজাফর ক্লাইভের লুণ্ঠন অত্যাচার
ঘ. মানুষের দৃষ্টি থেকে আমার চোরের মতো পালিয়ে পালিয়ে পথ চলতে হবে
উত্তরঃ খ. হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না
১৬. ‘দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।’ কার কাছে?
ক. উমিচাঁদ
খ. ঘসেটি বেগম
গ. জগৎশেঠ
ঘ. রায়দুর্লভ
উত্তরঃ ক. উমিচাঁদ
১৭. ‘বায়ান্নোর দিনগুলো’ রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবনের কথা বিবৃত হয়েছে?
ক. পারিবারিক জীবন
খ. জেল জীবন
গ. সামাজিক জীবন
ঘ. রাজনৈতিক জীবন
উত্তরঃ খ. জেল জীবন
- উদ্দীপকটি পড়ে ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
পাথালিয়া একটি আদর্শ গ্রাম। এখানে বিভিনড়ব ধর্মের লোকদের মধ্যে রয়েছে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। ধনী নির্ধন নির্বিশেষে পরস্পরকে সাহায্য সহযোগিতা করে তারা সাধ্যমতো।
১৮. উদ্দীপকে ‘আহবান’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
ক. গ্রামীণ দারিদ্র্য
খ. লোকায়িক জীবনধারা
গ. উদার মানবিক সম্পর্ক
ঘ. সংস্কারাচ্ছন্ন সমাজব্যবস্থা
উত্তরঃ গ. উদার মানবিক সম্পর্ক
১৯. ‘রেইনকোট’ গল্পে ভিতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়-
i. উষ্ণতা
ii. সাহস
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
২০. ‘মহাজাগতিক কিউরেটর’ রচনায় কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহ থেকে কোন প্রাণী তুলে নেয়?
ক. পিঁপড়া
খ. মানুষ
গ. পাখি
ঘ. হরিণ
উত্তরঃ ক. পিঁপড়া
২১. নিচের চরণটি তোমার পাঠ্য কোন কবিতার প্রথম চরণ?
‘পদ্মা তোমার যৌবন চাই’
ক. লোক-লোকান্তর
খ. ফেব্রুয়ারি ১৯৬৯
গ. সেই অস্ত্র
ঘ. রক্তে আমার অনাদি অস্থি
উত্তরঃ ঘ. রক্তে আমার অনাদি অস্থি
২২. ‘কলমা জান মিঞা?’ প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল?
ক. তাহের-কাদেরের বাপকে
খ. আক্কাসকে
গ. দুদু মিঞাকে
ঘ. ধলা মিঞাকে
উত্তরঃ গ. দুদু মিঞাকে
২৩. জাতীয় জাদুঘর কোন পরিচয় বহন করে?
ক. ইতিহাস
খ. স্থাপত্যকলা
গ. আত্মপরিচয়
ঘ. জাতিসত্তা
উত্তরঃ ঘ. জাতিসত্তা
২৪. ‘লালসালু’ উপন্যাসে মাজারটি দেখতে কেমন?
ক. উইঢিবির মতো
খ. মাছের পিঠের মতো
গ. গারো পাহাড়ের মতো
ঘ. দ্বিতীয়ার চাঁদের মতো
উত্তরঃ খ. মাছের পিঠের মতো
২৫. ‘সেই অস্ত্র’ কবিতায় কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে লক্ষ লক্ষ মানুষকে কী পঙ্গু ও বিকৃত করবে না?
ক. মুহূর্তের অগ্ন্যুৎপাত
খ. অমোঘ অস্ত্র- ভালোবাসা
গ. আধিপত্যের লোভ
ঘ. বিদ্বেষ-অহংকার
উত্তরঃ ক. মুহূর্তের অগ্ন্যুৎপাত
২৬. ‘আমার পথ’ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
ক. জড়তামুক্তি
খ. সত্যের পথ
গ. তারুণ্য
ঘ. ভয়হীনতা
উত্তরঃ খ. সত্যের পথ
২৭. ‘লালসালু’ উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়?
ক. হাসুনির মা
খ. আমেনা বিবি
গ. রহিমা
ঘ. জমিলা
উত্তরঃ গ. রহিমা
বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি
২৮. “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।”
উদ্দীপকে ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার কোন বিষয়ের উল্লেখ পাওয়া যায় না?
ক. স্বাজাত্যবোধ
খ. দেশপ্রেম
গ. প্রাকৃতিক সৌন্দর্য
ঘ. জন্মভূমির বন্দনা
উত্তরঃ ক. স্বাজাত্যবোধ
২৯. ‘লোক-লোকান্তর’ কবিতায় আহত কবির গান পূর্ণতা লাভ করে কীভাবে?
ক. শৈল্পিক উৎকর্ষে
খ. প্রাকৃতিক সৌন্দর্য সন্দর্শনে
গ. ভাবাবেগের প্রাবল্যে
ঘ. সৃষ্টির প্রেরণায়, চেতনার ঔজ্জ্বল্যে
উত্তরঃ ঘ. সৃষ্টির প্রেরণায়, চেতনার ঔজ্জ্বল্যে
- উদ্দীপকটি পড়ে ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
“স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে, পশু সেই জন।”
৩০. উদ্ধৃত কবিতাংশটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রকে ইঙ্গিত করে?
ক. রাবণ
খ. বিভীষণ
গ. মেঘনাদ
ঘ. লক্ষণ
উত্তরঃ খ. বিভীষণ
এইচএসসি ২০২৩ গণিত MCQ প্রশ্ন সমাধান
উপরের গণিত প্রশ্নের উত্তরমালা
১।ঘ,২।গ ৩।খ ৪।খ ৫।ঘ ৬।খ ৭। ক ৮।গ ৯। ঘ ১০।ক ১১। গ ১২গ ।১৩খ ১৪ঘ ১৫ঘ ১৬ঘ ১৭ক ১৮ঘ ১৯গ ২০ক ২১গ ২২খ ২৩ক ২৪খ ২৫ঘ ২৬গ ২৭গ ২৮গ ২৯ঘ ৩০ক
মাদ্রাসা বোর্ডের এইচএসসি বাংলা প্রথম পত্র প্রশ্নের উত্তরমালা pdf
অনেক এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্র প্রশ্নের উত্তরমালার পিডিএফ চেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা উপরে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্র প্রশ্ন ও উত্তর দিয়েছি।এছাড়া তোমরা চাইলে আজকের বাংলা প্রথম পত্র প্রশ্নের উত্তর মালা স্ক্রিনশট নিয়ে তোমার ফাইল ম্যানেজার এ সেভ করে রাখতে পারো।
প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, উপরে আমরা মাদ্রাসা বোর্ডের বাংলা প্রথম পত্র এমসিকিউ অংশের সঠিক সমাধান করেছি। আজকের মাদ্রাসা বোর্ডের বাংলা প্রথম পত্রের প্রশ্ন সমাধান অংশে তোমার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারো।
বিশেষ দ্রষ্টব্যঃ ২০২৩ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান শাখা, মানবিক শাখা এবং ব্যবসায়িক শাখা এর সকল বিষয়ের প্রশ্ন সমাধান পেতে আমাদের এইচএসসি ক্যাটাগরি ঘুরে আসো। এখানে আমরা এইচএসসি সকল বিষয়ের প্রশ্ন সমাধান করেছি এবং এইচএসসি সকল আপডেট খবর পেতে আমাদের এই সাইটটি ফলো করতে পারো।
আজকের প্রশ্ন সমাধান নিয়ে তোমার কোন প্রশ্ন অথবা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমার কোন বিষয়ে প্রশ্ন সমাধান চাও তার নিচে কমেন্ট করে জানাও। এছাড়া আমাদের ফেসবুক পেইজে ফলো করতে পারো।
আরও পড়ুন