HSC Exam Suggestion 2023 | HSC বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন
HSC Exam Suggestion 2023 | HSC বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন

HSC Exam Suggestion 2023 | HSC বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন (সকল বোর্ড)

HSC Exam Suggestion 2023 | HSC বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন: সামনে ২০ আগস্ট ২০২৩ সালের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হতে যাচ্ছে। আশা করি এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা ভালো দিয়েছে। তবে যারা আমাদের এইচএসসি সাজেশন ফলো করেছিল। তাদের উৎসাহে আজকে আমরা HSC বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন লিখতে বসে গেলাম। সো যারা বিভিন্ন কারণে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারোনি মূলত তাদের উদ্দেশ্যে আমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন টি।

HSC বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৩

প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে পারোনি তারা আমাদের এনটিআরসিএ নিউজ সাইটের প্রশ্ন ব্যাংকে অ্যাটাকরি থেকে সমাধান করে নিতে পারো। এখানে সকল বোর্ডের বাংলা প্রথম পত্র প্রশ্ন এর সমাধান করেছি। তবে প্রশ্ন সমাধানে আচ্ছা আর ম্যাডামদের কথা বলতেই হয়। তারা অত্যন্ত দক্ষতার সাথে এইচএসসি সকল পরীক্ষার প্রশ্ন সমাধান করে থাকে। যাইহোক আজকে আমরা এইচএসসি ২০২৩ বাংলা দ্বিতীয় পত্র ও চূড়ান্ত সাজেশন দেখে নেই।

HSC 2023 Bangla 2nd Paper Suggestion

তোমাদের এইচএসসি পরীক্ষায় মূলত ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। তবে ২০২৩ সালের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় কোন প্রকার mcq বা বহুনির্বাচনী প্রশ্ন থাকবে না। বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন নির্মিত ও ব্যাকরণ থেকে ১০০ নম্বরের প্রশ্ন করা হবে। সো তোমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ ও ব্যাকরণ অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেখে নাও। এখানে তোমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সাজেশনটি দেখে নিতে পারো।

HSC 23 Bangla 2nd Paper

আজকের বাংলা দ্বিতীয় পত্র শর্ট সাজেশনটি থেকে তোমাদের সামনে ২০ আগস্ট পরীক্ষায় 100% কমন থাকার সম্ভাবনা রয়েছে। কারণ আজকের বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটি তৈরি করেছে বাংলাদেশের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও কোচিং সেন্টারে স্যার ও ম্যাডামরা। তাই আশা করা যায় সাজেশনটি ফলো করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো।

বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন শুধু সেই প্রশ্নগুলোই দেওয়া হবে। প্রথমে আমরা বাংলা দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ সংলাপ দেখে নেই। নিম্নে আমরা কিছু সংলাপের নাম দিব যা সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমরা তোমাদের কিছু টেকনিক শেয়ার করব যা ফলো করলে অল্প পরে ভালো করতে পারবে।

এইচএসসি ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন

পরীক্ষার নামএইচএসসি বাংলা ২য় পত্র ২০২৩
বিষয় কোড১০২
পরীক্ষার সময়৩ ঘণ্টা
MCQ প্রশ্ননেই
রচনামূলক প্রশ্ন২ ঘণ্টা ৩০ মিনিট
মোট নম্বর১০০
ব্যাকরণ অংশ৩০
নির্মিতি অংশ৭০

আরও পড়ুন

এইচএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩ (সকল বোর্ড)

HSC 2023 বাংলা ২য় পত্র সাজেশন ও উত্তর

hsc সংলাপ লেখার নিয়ম ১টি

এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, একটি সংলাপ লেখার নিয়ম শিখলে তোমাদের পরীক্ষায় যেকোনো সংলাপ আসলে এভাবে লিখতে পারবে। চলো তাহলে সংলাপ লেখায় নিয়মটি দেখে আসি।

সংলাপ অর্থ কথপোকথন। সংলাপ ২ জন ব্যক্তির মধ্যে হয়। নিচের ফরমেট ব্যবহার করে যে কোন সংলাপ তুমি পরীক্ষায় উত্তর করতে পারবে।

Hsc সংলাপ লেখার নিয়ম ১টি

১/ ভাল দিক

২/ খারাপ দিক

৩/ পরীক্ষার প্রস্তুতি

৪/ পরীক্ষার পরে কি করবে?

৫/ বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা

৬/ জীবনের লক্ষ্য

৭/ লোডশেডিং/বিদ্যুৎ বিভ্রাট

৮/ শহুরে জীবন ও গ্রামীণ জীবন

৯/ নিরক্ষরতা সমস্যা ও সমাধান

১০/ ধুমপানের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

১১/ মোবাইল ফোনের সুবিধা ও অসুবিধা

১২/ মাদকাসক্তির কারণ ও প্রতিকার

বাংলা দ্বিতীয় পত্র সংলাপ লেখার কৌশল ২০২৩

**(বিষয়টি…..)

নিজে : বন্ধু, কেমন আছো?

বন্ধু : আমি ভালো আছি, তুমি কেমন আছো?

নিজে : আমিও ভালো আছি। যাই হোক তোমার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমি কি এখন তোমার সাথে বিষয়টি নিয়ে কথা বলতে পারি?

বন্ধু : কেন নয়? কিন্তু কি হয়েছে? সবকিছু কি ঠিকঠাক চলছে?

নিজে : চিন্তার কোন কারণ নেই। আমি ঠিক আছি। আমি তোমার সাথে(*) নেই। আমি ঠি বিষয়ে কথা বলতে চাই। তোমার কি এ বিষয়ে ধারণা / সাজেশন / মতামত আছে?

বন্ধু : আচ্ছা, এই ব্যাপার। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টি সম্পর্কে আমার ধারণা রয়েছে। আমি মনে করি (বিষয়টি)।

(সংক্ষিপ্ত বর্ণন দিতে হবে)

নিজে : এ বিষয়ে আমিও তোমার সাথে সহমত প্রকাশ করছি। তোমার গুরুত্বপূর্ণ মতামত / পরামর্শের জন্য ধন্যবাদ।

বন্ধু : তোমাকেও ধন্যবাদ।

নিজে : স্বাগতম। এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে।

বন্ধু : ঠিক আছে, বিদায়,আবার দেখা হবে।

(নিচের ফরমেট গুলো সংক্ষিপ্ত বর্ণনার মাঝে ব্যবহার করবে। যদি ভালো দিকের ফরমেট আসে তাহলে ভালো দিক ফরমেটটি ব্যবহার করতে হবে এবং যদি খারাপ দিকের সংলাপ আসে তাহলে খারাপ দিকের যে ফর্মাটি রয়েছে তা ব্যবহার কর। তবে সকল সংলাপে নিম্নের পরীক্ষা প্রস্তুতি, জীবনের লক্ষ্য সাম্প্রতিক পড়া বই ফরমেটের লেখাগুলো হুবহু লেখে দিবে )

ভাল দিক :

আমাদের সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উদাহরণ সরুপ: বৃক্ষ রোপণ, নারী শিক্ষা, দেশপ্রেম। (বিষয়টি) তাদের মধ্যে অন্যতম । কিন্তু আমাদের সমাজের অনেকে এর গুরুত্ব উপলব্ধি করেনা। এটি করে আমরা আমাদের সমাজের উন্নয়ন করতে পারি। আমাদের নিজেদের খাতিরে এটি করা উচিত।

খারাপ দিক :

(বিষয়টি) একটি চলমান ঘটনা। এটি একটি সাধারণ বিষয়। এটি দিনে দিনে বেড়ে যাচ্ছে। এটি অনান্য সমস্যাও সৃষ্টি করে।এ সমস্যা সমাধানে আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে৷

পরীক্ষার প্রস্তুতি :

আমাদের এসএসসি পরীক্ষা সন্নিকটে। আমি সকল বিষয়ের প্রস্তুতি সম্পন্ন করেছি৷ আমার গণিত ও ইংরেজিতে কিছুটা সমস্যা আছে। আশা করি আমি আমার সমস্যা কাটিয়ে উঠবো। এ ব্যাপারে আমার শিক্ষক মহোদয় সাহায্য করবেন। দুআ করো যেন পরীক্ষায় ভালো করতে পারি।

পরীক্ষার পরে কি করবে?/ জীবনের লক্ষ্য :

আমাদের এইচএসসি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তাই আমি ঠিক করেছি গ্রামের বাড়িতে যাব। সেখানে অনেক মানুষ আছে। তারা লিখতে পড়তে জানেনা। আমি তাদের লেখাপড়া শিখাবো যাতে তারা ভাল মন্দ পার্থক্য করতে পারে। বলতে পারো এটি আমার জীবনের লক্ষ্য। তুমি যদি চাও আমাদের সাথে যোগদান করতে পারো।

সাম্প্রতিক পড়া বই:

সাম্প্রতিক আমি একটি চমৎকার বই পড়েছি। বইটির নাম ‘হাজার বছর ধরে। এটি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ লিখেছেন। লেখক এ উপন্যাস গ্রামীণ সমাজের চিত্র চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বইটি আমার খুব ভাল লেগেছে।

এইচএসসি ২০২৩ অনুচ্ছেদ লেখার নিয়ম-১

নিম্নে থেকে এইচএসসি সমস্যা জাতীয় ১টি অনুচ্ছেদ শিখলে সব লিখতে পারবে।তো চল অনুচ্ছেদ লেখার কৌশল দেখে নেওয়া যাক। একটি কথা না বললেই নয় আমরা অনেকেই অনুচ্ছেদ লিখতে জানি না। কারণ দেখা গেছে অনেক শিক্ষার্থী একাধিক প্রায় অনুচিত দিকে থাকে। তবে তোমাদের অনুচ্ছেদ এক প্যারায় লিখতে হবে।

১। লোডশেডিং

২। হরতাল

৩। ইন্টারনেট আসক্তি

৪। করোনা ভাইরাস

৫। যানজট

৬। জলবায়ু পরিবর্তন

৭। সড়ক দূর্ঘটনা

৮। ইভটিজিং

৯। বায়ু দূষণ

১০। পরিবেশ দূষণ

১১। নিরক্ষরতা
১১। সাম্প্রতিক বন্যা
১৩. মাদকাসক্তি
১৪. জনসংখ্যা সমস্যা
১৫. এইডস
১৬. শিশুশ্রম
১৭. দুর্ণীতি
১৮. ধুমপান
১৯. গ্রিনহাউস
২০. সন্ত্রাসবাদ
২১. পানি দূষণ
২২. শব্দ দূষণ
২৩. আর্সেনিক দূষণ
২৪. ফেসবুকের খারাপ প্রভাব
২৫. রাস্তার শিশু
২৬. রাজনৈতিক অস্থিরতা
২৭. ক্যাম্পাসে সহিংসতা
২৮. আরো অনেকগুলো

মানুষের কারণে ঘটে যাওয়া ( অনুচ্ছেদ এর নাম) একটি জ্বলন্ত সমস্যা। এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষতিকারক জিনিস। সাম্প্রতিক সময়ে এটি একটি বড় সমস্যা। এ সমস্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমরা এই সমস্যার জন্য সাধারণ জীবনযাপন করতে পারি না। প্রায় প্রতিদিন আমরা দৈনিক সংবাদপত্র, ইন্টারনেট, রেডিও, সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে এই সংবাদ খুঁজে পাই এবং শুনি। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলিতে, এই সমস্যার প্রভাব তীব্র । আমরা আমাদের দেশ থেকে এটি অপসারণের জন্য যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ সম্পর্কে সচেতন নই। সকলেই জানেন যে এটি অন্যতম প্রধান বিষয়। উন্নত দেশগুলিতে, এই ধরণের সমস্যা খুব বিরল এবং অস্বাভাবিক ৷

(অনুচ্ছেদ বিষয়) এর ফলে আমাদের অনান্য সমস্যা সৃষ্টি হচ্ছে। নারী,পুরুষ,বয়স্ক ব্যক্তি, শিশু, ছাত্রছাত্রীরা এ সমস্যার ভোগান্তির শিকার। এটা বলা হয় যে, অসাধু ও লোভী ব্যক্তিরা এ সমস্যার জন্য দায়ি। জনগণের অসচেতনতাও এ সমস্যার জন্য কম দায়ি নয়। যদি এ সমস্যাটি এভাবে চলতেই থাকে এ সমস্যা থেকে আমরা কোনদিন পরিত্রাণ পাবোনা। তাই এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমাদের সকলকে সচেতন হতে হবে। সরকারকে এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। নাগরিকদের জন্য একটি উন্নত জাতি আরও ভাল ভবিষ্যত গড়ে তুলতে এবং উন্নত জীবনযাপন করতে সরকারের খুব শীঘ্রই সমস্যার সমাধান করা উচিত। আসুন আমরা (ওনুচ্ছেদ বিষয়) মোকাবিলায় এক সাথে কাজ করি।

যাবতীয় দরখাস্ত লেখার নিয়ম ১টি

তারিখঃ
বরাবর,
প্রধান শিক্ষক/ চেয়ারম্যান,
স্কুলের নাম/ এলাকার নাম
চট্টগ্রাম/ ঢাকা ।
বিষয়ঃ যে বিষয়ে দরখাস্ত আসবে সেটি এখানে লিখবে

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি/ আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী/ এলাকার লোকজন। …এখানে যে বিষয় টা নিয়ে আসবে সেটা নিয়ে কয়েক লাইন লিখবে……..

অতএব বিনীত নিবেদন এই যে, আমাকে/ আমাদেরকে উপরিউক্ত বিষয়টি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক….

ছাত্রছাত্রীর/ এলাকাবাসীর পক্ষে
শ্রেণিঃ
শাখাঃ
রোলঃ
রোল নংঃ / ওয়ার্ড নংঃ

hsc ভাব-সম্প্রসারণ লেখার নিয়ম

  1. কীর্তিমানের মৃত্যু নাই
  2. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
  3. যেমন কর্ম তেমন ফল
  4. ইচ্ছা থাকলে উপায় হয়
  5. ব্যর্থতা সাফল্যের স্তম্ভ
  6. সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা
  7. মানুষ বাচে তার কর্মে

মূলভাবঃ সময় অনন্ত, জীবন সংক্ষিপ্ত। ( ভাব-সম্প্রসারণ এর নাম) এটি চিরন্তন সত্য। কেউ এটি অস্বীকার করতে পারবে না।

সম্প্রসারিত ভাবঃ সংক্ষিপ্ত এই জীবনে মানুষ তার মহৎ কর্মের মধ্য দিয়ে এই পৃথিবীতে স্বরণীয় ও বরণীয় হয়ে থাকে। আবার নিন্দনীয় কর্মের মাধ্যমে এই জগতে অনেকে বেঁচে ও মরে থাকে। এই বিশ্বে আমরা যদি সফল ব্যক্তিবর্গ মানুষের জীবনী পাঠ করি তখন আমরা বুঝতে পারি যে তারা অত্যন্ত পরিশ্রমের সাথে তাদের জীবনকে পরিচালিত করেছে। তারা তাদের প্রত্যেকটি সময়কে অত্যন্ত গুরুত্ব তাদের পরি সহকারে দেখেছে।
কখনো সময়কে নষ্ট হতে দেয় নি। তারা সময়কে যেমন গুরুত্ব দিতো ঠিক তেমনি প্রত্যেকটি মানুষকেও সমান গুরুত্ব দিতো তাদের কর্মের মাধ্যমে। আমাদের দেশ সহ বিশ্বের উন্নত দেশগুলো যেমনঃ ভারত, মালয়েশিয়া, জাপান, চীন আরো বিভিন্ন দেশের দিকে তাকালেই আমরা পর্যালোচনা করতে পারি যে তারা কঠোর পরিশ্রমী ছিলেন যার ফলে তারা যথা সময়ে উন্নতির শিখরে পৌঁছে গেছে এবং তাদের ভাগ্যকে পরিবর্তন করতে পেরেছে। অনেক সময় তাদেরও অনেক বড় বড় বাঁধা বিপত্তির সম্মুখীনও হতে হয়েছে, তারপরেও তারা পিছপা হয়নি। এতে আমরা বলতে পারি যে, নিচের ভাগ্যকে পরিবর্তন করতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে জাতি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সচেষ্ট হয় না, স্বয়ং আল্লাহ নিজেও তার ভাগ্যকে পরিবর্তন করে না। মানুষের জীবনকে দীর্ঘ বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। জীবনে কেউ যদি কোনো ভালো কাজ না করে থাকে তবে সে জীবন অর্থহীন, নিষ্ফল। সেই নিষ্ফল জীবনের অধিকারী মানুষকে কেউ মূল্যও দেয় না। তাই সময় থাকতে নিজের জীবনকে এবং সময়কে যথাযথ মূল্যায়ন করতে হবে।

মন্তব্যঃ সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই আমাদের প্রত্যেকের উচিত সময়কে যথাযথ মূল্যায়ন করা ও আদর্শবান লোকদের পথ অনুসরণ করা।

Hsc বাংলা ২য় পত্র গুরুত্বপূর্ণ রচনা

১। কুটিরশিল্প [য. বো. ১১]

২। খেলাধুলার প্রয়োজনীয়তা [য. বো. ১৪, চ. বো. ১২, সি. বো. ১২]

৩। সততা

৪। অধ্যবসায়

৫। শিষ্টাচার [য. বো. ১১]

৭। বিদ্যুৎ ও আধুনিক জীবন [য. বো. ১৫, সি. বো. ১৩, কু. বো. ১১, ঢা. বো. ১১]

৮। মানবকল্যাণে বিজ্ঞান/প্রাত্যহিক জীবনে বিজ্ঞান/বিজ্ঞান ও প্রযুক্তি ও আধুনিক সভ্যতা [রা. বো. ১৫, দি. বো. ১৫, ব. বো. ১৫, সি. বো. ১৪, ঢা. বো. ১৩, য. বো. ১৩, চ. বো. ১৩]

১৬। কৃষিকাজে বিজ্ঞান [রা. বো. ১৪, দি. বো. ১৪, সি. বো. ১১]

hsc আবেদন পত্র:
১. বিনা বেতনে অধ্যয়নে জন্য আবেদন
২. করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন
৩. শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন
৪. দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন
৫. বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন

আজকের আর্টিকেলটি অনেক বড় হয়ে যাচ্ছে। তাই বাকী অংশটুকু আরেক পোস্টে ক্লিয়ার করলাম। নিম্নে থেকে ভিজিট করে দেখে নিতে পার।

HSC/এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩

এইচএসসি বাংলা ২য় পত্র সিলেবাস ২০২৩

সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, উপরে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দিয়েছি। যা তোমাদের এইচএসসি বাংলা ২য় পত্র প্রস্তুতি সম্পন্ন করতে সহায়ক হবে। আমাদের সাজেশনটি যাদের এইচএসসি পরীক্ষায় প্রস্তুতি দুর্বল মূলত তাদের জন্য। বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটি অনেক শর্ট করে দিয়েছি যাতে তোমরা সহজে প্রস্তুতি সম্পন্ন করতে পারো। আশা করি সাজেশনটি শর্ট হলেও পরীক্ষায় সর্বোচ্চ কমন থাকবে।

HSC বাংলা ২য় পত্র প্রশ্ন উত্তরমালা

ঢাকা বোর্ড এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

রাজশাহী বোর্ড এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন উত্তর ২০২৩

সিলেট বোর্ড এইচ এস সি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

কুমিল্লা বোর্ড এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন ও উত্তরমালা ২০২৩

বরিশাল বোর্ড এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন ও উত্তর ২০২৩

যশোর বোর্ড এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

ময়মনসিংহ বোর্ড এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

দিনাজপুর বোর্ড এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

Google News Follow
Google News Follow

Check Also

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st …

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

৫ সেপ্টেম্বর এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023: আসসালামু আলাইকুম। …

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩: সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x