HSC Exam 2023 | Hsc ভূগোল ১ম পত্র ফাইনাল সাজেশন পরীক্ষার মানবন্টন শর্ট সিলেবাস ২০২৩
HSC Exam 2023 | Hsc ভূগোল ১ম পত্র ফাইনাল সাজেশন পরীক্ষার মানবন্টন শর্ট সিলেবাস ২০২৩

HSC Exam 2023 | Hsc ভূগোল ১ম পত্র ফাইনাল সাজেশন পরীক্ষার মানবন্টন শর্ট সিলেবাস ২০২৩

HSC Exam 2023 | Hsc ভূগোল ১ম পত্র ফাইনাল সাজেশন পরীক্ষার মানবন্টন শর্ট সিলেবাস ২০২৩ঃ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসা করি আজকের পরীক্ষা ভালোভাবে দিয়েছো। তবে তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরমালা না পেয়ে থাকলে আমাদের সাইট থেকে তমার পরীক্ষার প্রশ্ন ও উত্তর মিলিয়ে নিতে পারো। আমরা তোমাদের সকল বিষয়ের সকল প্রশ্নের সমাধান করেছি।

এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের Hsc ভূগোল ১ম পত্র পরীক্ষা ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ। সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত অনূষ্ঠিত হবে। তো সেই উপলক্ষে তোমাদের জন্য আজকে Hsc ভূগোল ১ম পত্র শর্ট ও ফাইনাল সাজেশন নিয়ে আসছি। যা তোমাদের Hsc ভূগোল ১ম পত্র পরীক্ষায় সর্বোচ্চ কমন থাকবে। চলো তাহলে নিম্নে থেকে Hsc ভূগোল ১ম পত্র সাজেশন দেখে নেয়া যাক।

এইচএসসি ভূগোল ১ম পত্র সাজেশন ২০২৩

আজকে আমরা এইচএসসি ভূগোল ১ম পত্র সাজেশন দেখার আগে অবশ্যই HSC Exam 2023 | Hsc ভূগোল ১ম পত্র ফাইনাল সাজেশন পরীক্ষার মানবন্টন শর্ট সিলেবাস ২০২৩ সম্পর্কে জানা থাকা জরুরী।

hsc ভূগোল শর্ট সাজেশন ২০২৩


তোমাদের ভূগোল ১ম পত্র বিষয়ে পূর্ণ নম্বর – ৭৫। এটি দুইভাবে বিভক্ত হবে।

  • সৃজনশীল প্রশ্ন ৮টি থেকে যেকোনো ৫ টি লেখতে হবে
  • বহুনির্বাচনী ২৫ টি প্রশ্ন থেকে ২৫ টি প্রশ্ন উত্তর দিতে হবে।

এইচএসসি ভূগোল ১ম পত্র পাশ মার্ক

  • সৃজনশীলে ৫০ নম্বরের মধ্যে ১৭ নম্বর পেতে হবে পাশ করার জন্য
  • বহুনির্বাচনীতে ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পেতে তবে পাস করার জন্য।

Hsc ভূগোল ১ম পত্র সাজেশন ২০২৩

নিম্নে তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো দেয়া হল। আসা করি মনোযোগ দিয়ে দেখবে।

দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন থেকে ১টি প্রশ্ন থাকবেই।

তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন থেকে ১টি প্রশ্ন থাকবেই

চতুর্থ অধ্যায় → বায়ুমন্ডল ও বায়ু দূষণ থেকে ১টি প্রশ্ন থাকবেই

পঞ্চম অধ্যায় – জলবায়ু উপাদান ও নিরাময়ক ৫ম ও ৬ষ্ঠ মিলে ৩ টি প্রশ্ন থাকবে।

ষষ্ঠ অধ্যায় – জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন ৫ম ও ৬ষ্ঠ মিলে ৩ টি প্রশ্ন থাকবে।

অষ্টম অধ্যায় → সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা থেকে ১টি প্রশ্ন থাকবেই

দশম অধ্যায় I > ব্যবহারিক মানচিত্র ও স্কেল থেকে ১টি প্রশ্ন থাকবেই

ভূগোল ১ম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩

২য় অধ্যায়: পৃথিবীর গঠন
৩য় অধ্যায়: ভূমিরূপ পরিবর্তন
৪র্থ অধ্যায়: বায়ুমণ্ডল ও বায়ু দূষণ
৫ম অধ্যায়: জলবায়ুর উপাদান ও নিয়ামক
৬ষ্ঠ অধ্যায়: জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন
৮ম অধ্যায়: সমুদ্রস্রোত ও জোয়ার ভাটা
১০ম অধ্যায়: ব্যাবহারিক মানচিত্র ও স্কেল

hsc ভূগোল mcq শর্ট সাজেশন ২০২৩

প্রিয় শিক্ষার্থী তোমরা শর্ট সিলেবাস অনুসারে গুরুত্তবপূর্ণ অধ্যায় গুলো পড়ে নিতে পারো। উপরে আমরা তোমাদের পরীক্ষার জন্য অধ্যায়গুলো দিয়েছি এবং কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে তা উল্লেখ করে দিয়েছি। তোমাদ্বের hsc ভূগোল mcq প্রশ্ন শর্ট সিলেবাস অনুসারে সকল অধ্যায় থেকে করা হবে। আমার মতে এ টু জেড না পড়ে ঘুরুত্তবপূর্ন টপিকগুলো পড়লেই পরীক্ষায় সহজে ভালো করতে পারবে।

এইচএসসি ভূগোল ১ম পত্র সৃজনশীল সাজেশন ২০২৩

নিম্নের কয়েকটি সৃজনশীল প্রশ্নগুলো পড়ে নাও। আসা করা যায় এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন থাকবে।

১। ভারতে ‘ক’ পর্বতমালা রয়েছে যা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম। আবার ‘খ’ একটি পর্বত যার উদাহরণ ভারতের বিন্ধ্য পর্বত।

ক. পর্বত কাকে বলে?
খ. মালভূমির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘ক’ পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ পর্বতদ্বয়ের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা কর।

২। প্রান্তি ঘরের মধ্যে একটি ঝাঁকুনি অনুভব করল। সে ঘরের ঝুলন্ত বস্তুগুলোকে দুলতে দেখল এবং বাইরে মানুষ দৌড়াদৌড়ি করছে দেখতে পেল।

ক. ভূআলোড়নের সংজ্ঞা দাও।
খ. “আবহাওয়ার তারতম্য বিচূর্ণীভবনের কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ফলে সৃষ্ট ভূমিরূপের ধরন বিশ্লেষণ কর।

৩। শিক্ষা সফরে সবুজ সেন্ট মার্টিন বেড়াতে এসে বিকালে সৈকতে আছড়ে পড়া ঢেউ এবং প্রবাল দেখে আনন্দিত হলো। আকাশে পূর্ণিমার চাঁদ থাকায় সবাই মিলে আবারও সাগর দেখতে গিয়ে দেখল, বিকালে যেসব স্থানে হেঁটে বেড়িয়েছিল রাতে সে স্থানগুলো প্রায় ৫ ফুট পানির নিচে।

ক. শৈবাল সাগর কোন মহাসাগরে?
খ. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে প্রভাবিত করে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পানির অতিরিক্ত বৃদ্ধির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত পরিবর্তনের ঘটনাটি উপকূলীয় অঞ্চলের ওপর কীরূপ প্রভাব ফেলে তা বিশ্লেষণ কর।

৪। রিমি সংবাদপত্রে একটি খবর পড়ে চিন্তায় পড়ে গেল। জলবায়ু পরিবর্তনের প্রভাবম্বরূপ বাংলাদেশসহ মালদ্বীপ, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, মিশর ইত্যাদি দেশের নিম্নাঞ্চল ব্যাপক প্লাবিত হবে এবং ক্ষয়ক্ষতি হবে।

ক. বিশ্ব উষ্ণায়ন কী?
খ. জীববৈচিত্র্য ক্রমান্বয়ে হ্রাসের কারণ ব্যাখ্যা কর।
গ. রিমির জানা পরিস্থিতির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত যে সমস্যার কথা বলা হয়েছে তার ফলে তোমার নিজ এলাকায় কী কী সমস্যা দেখা দিতে পারে বিশ্লেষণ কর।

৫। হাসান সাহেব একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ডিসেম্বর মাসে যোগদান করতে এসে দেখলেন ঠাণ্ডা মোটেই নেই এবং প্রায় প্রতিদিন বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। তিনি আরও জানতে পারলেন জলবায়ু অনুকূলে থাকায় এখানে রাবার ও পাম গাছ ভালো জন্মে।

ক. বৃষ্টিপাতের সংজ্ঞা দাও।
খ. আবহাওয়ার উপাদান ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আলোচিত দেশটির জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির উদ্ভিজ্জের ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ কর।

এইচএসসি ভূগোল mcq শর্ট সাজেশন ২০২৩

১. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. পার্শ্বক্ষয়ের ফলে
● তলদেশ ক্ষয়ের দরুন
গ. স্রোতের বেগ কমলে
ঘ. ঢাল হ্রাসের ফলে

২. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?
● অক্সিডেশন
খ. সলিউশন
গ. কার্বনেশন
ঘ. হাইড্রেশন

৩. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
ক. গঙ্গোত্রী হিমবাহে
খ. নাগা-মনিপুরে
গ. লুসাই পাহাড়ে
● মানস সরোবরে

৪. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
● দক্ষিণ-পশ্চিম

৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক. কাসকেড
খ. খরস্রোত
● জলপ্রপাত
ঘ. গিরিখাত

৬. হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত?
● আগ্নেয়
খ. জঙ্গিল
গ. গম্বুজ
ঘ. ক্ষয়জাত

৭. স্রোতজ সমভূমি কোনটি?
ক. মেঘনা অববাহিকা
খ. যমুনার চরাঞ্চল
গ. ফরিদপুর অঞ্চল
● সুন্দরবন অঞ্চল

৮. পামীর মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
● এশিয়া

৯. জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
ক. জঙ্গিল
খ. ক্ষয়জাত
● সঞ্চয়জাত
ঘ. ল্যাকোলিথ

৯. উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উত্তম?
● ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার

১০. কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের ৯৯ ভাগ স্থান দখল করে আছে?
ক. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
● নাইট্রোজেন ও অক্সিজেন
গ. নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
ঘ. অক্সিজেন ও আরগন

৭. আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কী বলে?
● জলবায়ু
খ. বায়ুর তাপ
গ. বায়ুর চাপ
ঘ. বায়ুর আর্দ্রতা

৮. বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে কী বলে?
ক. বৃষ্টিপাত
খ. ঘনীভবন
● বায়ুর আর্দ্রতা
ঘ. বায়ুর চাপ

৯. নিয়ত বায়ুপ্রবাহকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

১০. দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ আগত মৌসুমি বায়ু হিমালয় পাহাড়ে বাধা পাওয়ার ফলে-
● বৃষ্টিপাত সংঘটিত হয়
খ. বৃষ্টিপাত সংঘটিত হতে পারে না
গ. শীত অনুভূত হয়
ঘ. গরম অনুভূত হয়

৪. তেজকটাল সংঘটিত হয়-
র. অমাবস্যায়
রর. পূর্ণিমায়
ররর. অষ্টমী তিথীতে

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৫. জোয়ার ভাটা সংঘটনের প্রধান কারণ-
ক. মহাকর্ষ শক্তি
খ. কেন্দ্রাতিক শক্তি
গ. সূর্যের আকর্ষণ
● চন্দ্রের আকর্ষণ

৬. উষ্ণ যোত কোনটি?
ক. কুমেরু স্রোত
খ. পশ্চিম গ্রীনল্যান্ড স্রোত
গ. ল্যাব্রাডার স্রোত
● গিনি স্রোত

৭. সমুদ্রস্রোতের প্রধান কারণ কোনটি?
● বায়ুপ্রবাহ
খ. পৃথিবীর আবর্তন গতি
গ. উষ্ণতার তারতম্য
ঘ. স্থলভাগের অবস্থান

৮. অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়?
ক. মুখ্য জোয়ার
খ. গৌণ জোয়ার
● মরা কটাল
ঘ. তেজকটাল

৯. চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত?
ক. ১১ : ৪
● ১১ : ৫
গ. ১১ : ৬
ঘ. ১১ : ৭

Read More

এইচএসসি ভূগোল ২য় পত্র সাজেশন ২০২৩

HSC Geography 1st suggestion 2023 | এইচএসসি ভূগোল ১ম পত্র সাজেশন ২০২৩ | hsc vugol suggestion 2023

HSC Geography 1st suggestion 2023 | এইচএসসি ভূগোল ১ম পত্র সাজেশন ২০২৩ | hsc vugol suggestion 2023

Check Also

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st …

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

৫ সেপ্টেম্বর এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023: আসসালামু আলাইকুম। …

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩: সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x