এইচএসসি পরীক্ষা ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশনঃ এইচএসসি শিক্ষার্থীর বন্ধুরা, আশা করি তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে। এবং বাংলা প্রথম পত্র পরীক্ষায় কয়টি বহুনির্বাচনী হয়েছে তার সঠিক উত্তর পেতে আমাদের সাইট থেকে দেখে নিতে পারো। আমাদের এনটিআরসিএ নিউজ.কম সাইটে বাংলাদেশের সকল বোর্ডের বাংলা প্রথম পত্র বিষয়ের এমসিকিউ প্রশ্ন সমাধান করা হয়েছে। এবং বাংলাদেশের সকল বোর্ডের বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। যাইহোক আজকে আমরা এইচএসসি পরীক্ষা ২০২৩ বাংলা ২য় পত্র সাজেশন দিতে যাচ্ছি তোমাদের।
এইচএসসি বাংলা ২য় পত্র ফাইনাল সাজেশন ২০২৩
বাংলা দ্বিতীয় পত্র সাজেশন সম্পর্কে জানার আগে আমাদের সাজেশন কোয়ালিটি সম্পর্কে ধারণা থাকা দরকার। এর পূর্বে বাংলা প্রথম পত্র সাজেশন দিয়েছি সেখান থেকে প্রথম পত্র পরীক্ষায় 100% কমন এসেছে। আশা করি এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন থেকে সর্বোচ্চ কমন থাকবে।
এইচএসসি বাংলা ২য় পত্র নম্বর বিভাজন ২০২৩
পরীক্ষার নাম | এইচএসসি বাংলা ২য় পত্র ২০২৩ |
বিষয় কোড | ১০২ |
পরীক্ষার সময় | ৩ ঘণ্টা |
MCQ প্রশ্ন | নেই |
রচনামূলক প্রশ্ন | ২ ঘণ্টা ৩০ মিনিট |
মোট নম্বর | ১০০ |
ব্যাকরণ অংশ | ৩০ |
নির্মিতি অংশ | ৭০ |
এইচএসসি বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৩ | Hsc Bangla 2nd Paper Suggestion 2023
১। উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের ৫টি নিয়ম লিখ?
২. এ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লিখ।
৩. ম ফলা উচ্চারণের ৫টি নিয়ম লিখ।
৪. য ফলা উচ্চারণের ৫টি নিয়ম লেখ।
বাংলা শুদ্ধ বানানের নিয়ম
১। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম
২। অ তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লিখ।
৩।যত্ব বিধান বলতে কি বুঝ? ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখ।।
৪। ণ-ত্ব বিধান বলতে কি বুঝ? ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখ।
বানান শুদ্ধিকরণ
২. ব্যাকরণীক শব্দশ্রেণী
i. ব্যাকরণিক শব্দশ্রেণি বলতে কী বোঝা? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণ সহ লেখো।
অথবা, বাংলা ভাষার শব্দ শ্রেণিকে কয় ভাগে ভাগ করা হয়েছে। উদাহরণ সহ আলোচনা করো।
ii. বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
III. ক্রিয়া বলতে কী বোঝ? উদাহরণসহ ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো।
iv. বিশেষণ কাকে বলে? উদাহরণসহ বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা করো।
বি.দ্র: একটা অনুচ্ছেদ থাকতে পারে। উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলা হতে পারে।
সমাস
সমাসবদ্ধ পদ- ব্যাস বাক্য সমাসের নাম সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যপদলোপী কর্মধারয় সমাস
আঁট-সাঁট, উত্তরোত্তর, অহিনকুল, দম্পতি, হিতাহিত, অগোরাত্র, সত্যাসত্য, দোয়াতকলম, চন্দ্রচূড়, সহোদর, আশীবিষ, উর্ণানাভ, নদীমাতৃক, যথেষ্ট, আমরণ, উদ্বেল, ষড়ঋঋতু, বজ্রকঠোর, চাঁদমুখ, নবপৃথিবী লাল গোলাপ, ক্ষুধানল, সলিলসমাধি, ঢেঁকিছাঁটা, অনাহুত, অতীন্দ্রিয়, আদিগন্ত, আলুনি, বাক্যান্তর, আকন্ঠ, বীরকেশরী, রাষ্ট্রপ্রতি, ধর্মঘট, তপোবন, বিমনা, গঙ্গা-যমুনা-মেঘনা, সাতসতেরো, পথেঘাটে, আমরা, নবরত্ন, শতাব্দী, ত্রিফলা, সপ্তডিঙা, রাজপথ, সত্যন্তষ্ট, জয়ন্তী, বাগদত্তা, উপনদী, বিশালাক্ষী, হাতে পায়ে
৩. বাক্য তত্ত্ব
i. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণ সহ আলোচনা করো।
ii. অর্থগতভাবে/অর্থানুসারে বাংলা বাক্যের প্রকার ভেদ বা শ্রেণিবিভাগ উদাহরণ সহ আলোচনা করো।
iii. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি শুন বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরনসহ পর্যালোচনা করো।
অথবা বাক্য রূপান্তর
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
প্রদত্ত বাক্য পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ বাক্য পূর্বদিকে সূর্য উদিত হয়।
প্রদত্ত বাক্য চোরে চোৱে চাচাতো ভাই।
শুদ্ধ বাক্য চোরে চোরে মাসতুতো ভাই।
প্রদত্ত বাক্য এটি লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধ বাক্য : এটি লজ্জাকর ব্যাপার।
প্রদত্ত বাক্য বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
শুদ্ধ বাক্য বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
৪। পারিভাষিক শব্দ
গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ
1)Legal statement :- জবানবন্দি
2)Subjudice:- বিচারাধীন
3) Anonymous :- বেনামা
4) Notification :- প্ৰজ্ঞাপন
5) Insomnia :- অনিদ্রা
6) Cognizable :- বোধজাত/বোধগম্য
7) Alimony :- খোরপোষ
8) Ombudsman :- ন্যায়পাল
9)Archetype :-আদিরূপ
10) Abatement :-উপশম
11)Absconder :- ফেরারি / পলাতক
12)Ad-hoc:- তদর্থক
13)Affidavit :-হলফনামা
অনুবাদ
- Knowledge is vaster than an ocean ……the ocean of knowledge.
- 2. Poverty is a great problem in our…………..inactivity and aversion to physical labor.
- Bangladesh declared independence on 26……..these resources and become prosperous.
- No man can live alone. When we are…………… all these trains us to do our duty. 5. The life of a student is a life.. ………………to lead the country to peace and prosperity.
- Honesty is a noble virtue. It is the………… the respect of happiness. Honesty is the best policy.
- A newspaper is the storehouse of…………
আবেদন পত্র:
১. বিনা বেতনে অধ্যয়নে জন্য আবেদন
২. করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন
৩. শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন
৪. দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন
৫. বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন
প্রতিবেদন
- ১. স্বাধীনতা দিবস / আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে
- ২. স্কুলে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে
- ৩. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কিত পত্রিকায় প্রকাশের জন্য
- ৪. পরিবেশগত ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপন
- ৫. লাইব্রেরি জরিপ সম্পর্কিত প্রতিবেদন
- * ৬. খাদ্যে ভেজাল সম্পর্কিত প্রতিবেদন
- ৭. সড়ক দুর্ঘটনা সম্পর্কিত পত্রিকায় প্রকাশের জন্য
- ৮. মাদককে না বলুন সম্পর্কিত প্রতিবেদন
- ১. যানজট একটি ভয়াবহ সমস্যা সম্পর্কিত প্রতিবেদন
সংলাপ
- সামাজিক অবক্ষয় বা ইভটিজিং নিয়ে ছাত্র শিক্ষকের মধ্যে সংলাপ
- দুই বন্ধুর মধ্যে মাদকাসক্তি ও ধূমপানের ক্ষতিকর প্রভাব বিয়ে সংলাপ
- শিক্ষাসফর বা বইমেলা নিয়ে বন্ধুর সাথে।
- দ্রব্যমূল্যের ক্রমবৃদ্ধি নিয়ে।
- জীবনের লক্ষ্য নিয়ে সংলাপ
- এসএসসি সাজেশন ২০২০ দেখুন এখান থেকে
- সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে বন্ধুর সাথে সংলাপ
- ক্রিকেটে বাংলাদেশের সাফল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ
- পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংলাপ বন্ধুর সাথে।
প্রবন্ধ রচনা
- তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ
- বাংলাদেশের পোশাক শিল্প
- জাতি গঠনে নারী সমাজের ভূমিকা কৃষি কাজে বিজ্ঞান
- ইন্টারনেট ও আজকের বিশ্ব
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- একুশের চেতনা
- আমার স্বপ্নের বাংলাদেশ
- স্বপ্নের পদ্মাসেতু
সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, উপরে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দিয়েছি। যা তোমাদের এইচএসসি বাংলা ২য় পত্র প্রস্তুতি সম্পন্ন করতে সহায়ক হবে। আমাদের সাজেশনটি যাদের এইচএসসি পরীক্ষায় প্রস্তুতি দুর্বল মূলত তাদের জন্য। বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটি অনেক শর্ট করে দিয়েছি যাতে তোমরা সহজে প্রস্তুতি সম্পন্ন করতে পারো। আশা করি সাজেশনটি শর্ট হলেও পরীক্ষায় সর্বোচ্চ কমন থাকবে।
HSC/এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের প্রশ্ন সমাধান এখানে দেওয়া হল। এই পত্রটি মূলত গ্রামার নিয়ে প্রশ্ন থাকে, তাই যদি তুমি গ্রামার প্রশ্ন সমাধান দেখতে আগ্রহী হও, তাহলে এই প্রবন্ধটি সম্পূর্ণ পড়ো। আশা করি তুমি এখানে থেকে সহজেই প্রশ্নের সঠিক সমাধান পাবে।
এইচএসসি বাংলা ২য় পত্র সিলেবাস ২০২৩
এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩
বাংলা ২য় পত্র পরীক্ষা ১০০ নম্বরের। এর মধ্যে ৭০ নম্বর লিখিত এবং ৩০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন। লিখিত পরীক্ষার সময় ২ ঘন্টা ৩০ মিনিট এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের সময় ৩০ মিনিট। পরীক্ষা আর মাত্র ২ দিন বাকি, তাই তোমার এখনই প্রস্তুতি শুরু করা উচিত।