শেষ মুহূর্তের প্রস্তুতি এইচএসসি ২০২৩ | hsc bangla 2nd paper suggestion 2023 | এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩
শেষ মুহূর্তের প্রস্তুতি এইচএসসি ২০২৩ | hsc bangla 2nd paper suggestion 2023 | এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩

শেষ মুহূর্তের প্রস্তুতি এইচএসসি ২০২৩ | hsc bangla 2nd paper suggestion 2023 | এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩

শেষ মুহূর্তের প্রস্তুতি এইচএসসি ২০২৩ | hsc bangla 2nd paper suggestion 2023 | এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ঃ এইচএসসি শিক্ষার্থীর বন্ধুরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অতি নিকটে। অর্থাৎ ২০২৩ সালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ২০ আগস্ট। সময় অনেক কম তাই বিস্তারিত না পড়ে কিভাবে শেষ সময়ের প্রস্তুতি নিবে এ বিষয়গুলো শেয়ার করবো আজকের পোস্টে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পূর্বে আমাদের সাইটে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দিয়েছি। তোমরা চাইলে পূর্বের সাজেশন গুলো দেখে আসতে পারো। আজকে আমরা আরো শর্ট করে বাংলা দ্বিতীয় পত্র সাজেশন টি দিব। যা তোমাদের এইচএসসি শেষ সময়ের প্রস্তুতি নিতে সহায়তা করবে।

এইচএসসি বাংলা ২য় পত্র মানবন্টন ২০২৩

এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র মানবন্টন বলতে বাংলা দ্বিতীয় পত্র অংশের নম্বর বিভাজন। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র এর পূর্ণমান নম্বর ১০০। তবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র অংশে কোন বহুনির্বাচনী প্রশ্ন থাকবে না। বাংলা দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস অনুসারে মানবন্টন হল

  • বাংলা দ্বিতীয় পত্র পূর্নমান নম্বর =১০০
  • এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন করা হবে =৩০ নম্বর।
  • এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশ থেকে প্রশ্ন করা হবে =৭০ নম্বর।
  • বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সময়= ৩ ঘন্টা।

এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন ২০২৩

উপরে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মানবন্টন সম্পর্কে সামান্য ধারণা দিয়েছি। দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং কোন টপিক থেকে কত নাম্বারের প্রশ্ন করা হবে তা নিয়ে আলোচনা করব।

এইচএসসি বাংলা ২য় পত্র ব্যাকরণ অংশের নম্বর বিভাজন

পরীক্ষার নামHSC বাংলা ২য় পত্র ২০২৩
বিষয় কোড১০২
পরীক্ষার সময়২ ঘণ্টা ৩০
MCQ প্রশ্ননেই
রচনামূলক প্রশ্ন২ ঘণ্টা ৩০ মিনিট
মোট নম্বর১০০
ব্যাকরণ অংশ৩০
নির্মিতি অংশ৭০

১। বাংলা উচ্চারণের নিয়ম (অ,এ,ব ফলা,ম ফলা, য ফলা)
অথবা
শব্দের উচ্চারণ

এক নম্বরে তোমাদের ৫ নাম্বার বরাদ্দ থাকবে। সেখানে তোমরা বাংলা উচ্চারণের নিয়ম অথবা শব্দের উচ্চারণ যেকোনো একটি প্রশ্নের উত্তর প্রদান করবে। তবে আমার তোর প্রতি সাজেশন হচ্ছে তোমরা শব্দের উচ্চারণ দিবে। এতে করে সহজে ভালো নাম্বার তুলতে পারবে।

২। বানানের নিয়ম নীতি অথবা শুদ্ধ বানান থেকে ৫ নম্বর প্রশ্ন করা হবে।

তোমরা এখানে বাংলা বানানের নিয়ম অথবা শুদ্ধ বানান যে কোন একটি পড়লেই যথেষ্ট। তোমার কাছে যে প্রশ্নগুলো সহজ মনে হবে সেই প্রশ্নগুলো পড়লেই হবে।

৩। ব্যাকরণিক শব্দের শ্রেণী থেকে ৫ নম্বর থাকবে।

এ অংশে তোমাদের প্রশ্ন থাকে এবং সেখান থেকে নির্ণয় করতে হবে কোন বাক্য কোন পদ।

৪। সমাস নির্ণয় অথবা উপসর্গ এই অংশ থেকে ৫ নম্বর।

৫। বাক্য রূপান্তর ৫ নম্বর।

৬। প্রয়োগ ও অপপ্রয়োগ থেকে ৫ নাম্বার।

এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশ সাজেশন

নির্মিত অংশে নম্বর ৭০

১। পারিভাষিক শব্দ অথবা অনুবাদ থেকে ১০ নম্বরের প্রশ্ন করা হবে।

২। দিনলিপি অথবা প্রতিবেদন যে কোন একটি পড়লেই হবে। এখানে মোট নম্বর ১০।

৩। বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র থেকে ১০ নম্বর থাকবে।

৪। সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ থেকে ১০ নাম্বারের প্রশ্ন করা হয়ে থাকে।

৫। সংলাপ অথবা ক্ষুদে গল্প থেকে ১০ নম্বর প্রশ্ন করবে।

৬। রচনা থাকবে ২০ নম্বর।

রচনা তোমাদের দুইটি টপিক পড়লেই পরীক্ষা কমন পাবে। সাম্প্রতিক বিষয়ে এবং বিজ্ঞান ও প্রযুক্তি এই দুইটি বিষয়ে আয়ত্ত করলে রচনা নিয়ে আর প্যারা নিতে হবে না।

প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, উপরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপেটার্ন এবং মানবন্টন দিয়েছি। এখন তোমাদের সাজেশন হচ্ছে। বাংলা দ্বিতীয় পত্রের বিগত সালের প্রশ্নগুলো পড়া। অর্থাৎ ২০১৬ সাল থেকে ২০২২ সালে বাংলা দ্বিতীয় পত্র অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল। এখান থেকেই তোমাদের পরীক্ষায় নিশ্চিত কমন থাকবে।

hsc 2023 exam date | এইচএসসি ২০২৩ পরীক্ষার সময়

২০২৩ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে ১৭ই আগস্ট। তবে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডের পরীক্ষায় পেছানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট ২০২৩। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা শেষ হবে ২৫ সেপ্টেম্বর ২০২৩। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চার অক্টোবর পর্যন্ত হবে। যাদের পরীক্ষা পেছানো হয়েছে তাদের সেই নতুন রুটিনে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনে মাথায় রেজাল্ট প্রকাশ করা হবে।

hsc 23 bangla 2nd paper short syllabus

এইচএসসি ২৩ বাংলা দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস এখনো যারা দেখতে পাওনি। তারা আমাদের সাইট থেকে তোমাদের সকল পরীক্ষার শর্ট সিলেবাস দেখে নিতে পারো এক নজরে। আমরা আমাদের সাইটে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাস দিয়েছি। কষ্ট করে আমাদের সাইটে থেকে খুঁজে নাও।

আরও পড়ুন

এইচএসসি সকল বিষয়ের সাজেশন

এইচএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩ (সকল বোর্ড)

এইচএসসি সকল প্রশ্নের উত্তর

এইচএসসি পরীক্ষার রুটিন সকল বোর্ড

এইচএসসি সিলেবাস ২০২৪ সকল বোর্ড

hsc bangla 2nd paper question pdf

তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছ এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের পিডিএফ চাই। তাদের উদ্দেশ্যে আমার একটি কথা হচ্ছে, উপরে আমরা বাংলা দ্বিতীয় পত্রে যে সাজেশন দিয়েছি অথবা এ পূর্বে আমরা যে চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিয়েছিলাম। পড়া কমপ্লিট হয়ে থাকলে তাহলে তোমরা বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন প্যাটার্ন দেখতে পারো। কারণ প্রশ্ন প্যাটার্ন দেখলে তোমার পরীক্ষার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এইচএসসি বাংলা সকল বোর্ডের দ্বিতীয় পত্র প্রশ্ন অলরেডি আমাদের সাইটে প্রকাশ করা হয়েছে। তোমরা যদি এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেখতে চাও। তাহলে নিম্নে থেকে বিস্তারিত দেখে নাও।

এইচএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন pdf (সকল বোর্ড) দেখুন

hsc-বাংলা-২য়-পত্র-প্রশ্ন-২০২৩-কুমিল্লা-বোর্ড-HSC-Bangla-2nd-paper-Question-2023-Comilla-Board-08
এইচএসসি 2023 বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান ২০২৩ ময়মনসিংহ বোর্ড | HSC Bangla 2nd paper Question 2023 Dinajpur board 

Check Also

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st …

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

৫ সেপ্টেম্বর এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023: আসসালামু আলাইকুম। …

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩: সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x