hsc বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর
hsc বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর

hsc বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর

hsc বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর: প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। সামনে ১৭ আগস্ট তোমাদের বাংলা পরীক্ষা হবে। তাই মনযোগ সহকারে নিম্নের hsc বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর গুলো দেখে নাও।

আজকের বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩

তোমরা যারা পরীক্ষা দিয়েছো। তারা এখান থেকে আজকের বাংলা ১ম পত্র প্রশ্ন ও উত্তর মিলিয়ে নিতে পারো। এখান থেকে তোমরা পরিক্ষায় কতো পেয়েছো তা নিশ্চিত করতে পারবে। তাহলে চলো নিম্নে থেকে আজকের বাংলা ১ম পত্র প্রশ্নের সমাধান দেখে নেই।

hsc বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২০২৩ সালের hsc বাংলা সৃজনশীল প্রশ্ন থাকবে ১১টি । তবে প্রশ্নের ৪টি বিভাগ থাকবে। সকল বিভাগ টাচ করে লিখতে হবে। তাই তমাদের মধ্যে অনেকেই ভুল করে প্রথম থেকে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আর এজন্যই তাদের ভালো পরীক্ষা দেয়ার পরও খারাপ রেজাল্ট করে থাকে। তাই পরীক্ষার দেয়ার আগে পরীক্ষার বিষয়ের মানবন্টন সম্পর্কে ধারনা থাকতে হবে।

Hsc বাংলা ১ম পত্রের সৃজনশীল প্রশ্ন প্যাটার্ন ২০২৩

বাংলা প্রথম পত্র অংশে চারটি বিভাগ থেকে মোট ১১ টি সৃজনশীল প্রশ্ন করে থাকে। তবে তুমি চাইলেই যেকোনো সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে ভুল করবে এবং সঠিকভাবে দিয়ে আসলেও পরীক্ষার রেজাল্ট খারাপ হবে।

ক বিভাগ – গদ্য

4 টি প্রশ্ন থেকে যেকোন 2 টি প্রশ্ন এর উত্তর দিতে হবে। এখানে অনেকে ভুল করে এর অধিক প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আর সেজন্য পরীক্ষার নাম্বার কম পায়। তাই তোমরা এখানে দুইটির বেশি সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করবে না।

খ বিভাগ – কবিতা

এই অংশে 3 টি প্রশ্ন থেকে যেকোন 2 টি প্রশ্ন এর উত্তর দিতে হবে। এখানেও দুইটির বেশি সৃজনশীল প্রশ্নের উত্তর দিবে না।

*গ বিভাগ – উপন্যাস

2 টি প্রশ্ন থেকে যেকোন 1 টি প্রশ্নের উত্তর দিবে।

ঘ বিভাগ – নাটক

2 টি প্রশ্ন থেকে যেকোন 1 টি প্রশ্নের উত্তর দিবে।

এইচএসসি-বাংলা-প্রথম-পত্রের-নাটক-ও-উপন্যাস-ফাইনাল-সাজেশন
এইচএসসি-বাংলা-প্রথম-পত্রের-নাটক-ও-উপন্যাস-ফাইনাল-সাজেশন

hsc বাংলা সৃজনশীল প্রশ্ন এর জন্য গুরুত্তপূর্ন গল্পগুলো হল

১। অপরিচিতা *****
২। বিলাসী****
৩। আমার পথ
৪। মানবকল্যাণ***
৫। মাসি-পিসি
৬। ৫২ দিনগুলি*****
৭। রেইনকোট*****

আশা উপরের গল্পগুলো থেকে ২০২৩ সালের পরীক্ষায় ১০০% কমন থাকবে। তাই মনযোগ সহকারে পড়ে নাও।

hsc বাংলা সৃজনশীল প্রশ্ন এর জন্য গুরুত্তপূর্ন কবিতা হল

  1. সোনার তরী
  2. বিদ্রোহী *****
  3. প্রতিদান*****
  4. তারে মনে পড়ে
  5. আঠারো বছর বয়স****
  6. ফেব্রুয়ারি ১৯৬৯
  7. আমি কিংবদন্তির কথা বলছি****

hsc বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর ২০২৩

যশোর বোর্ড ২০১৯


১। গৌরী ও সঞ্জয় অনেকদিন ধরে একই অফিসে চাকরি করছে কিন্তু সহকর্মীরা জানে না দুজনার অন্তরে গভীর ক্ষত। গৌরীকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল সঞ্জয়। বছর পাঁচেক আগে লোক খাওয়ানো নিয়ে বিয়ে ভেঙেছে তাদের। পিতৃহীন সঞ্জয় কাকার আশ্রয়ে মানুষ তাই তার দোষ জেনেও প্রতিবাদ করতে পারেনি। একদিন গৌরীর কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে সঞ্জয় । বলে, তার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে গৌরী বলে, “কী দরকার, এই তো বেশ আছি!”


ক. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন?
খ. “মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর” – উক্তিটি বুঝিয়ে লেখ। –
গ. উদ্দীপকের সঞ্জয় ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? বুঝিয়ে দাও। কর।
ঘ. ‘এই তো বেশ আছি!’ “গৌরীর এই উক্তিটিতে ‘অপরিচিতা’ গল্পের পরিণতি প্রতিফলিত হয়েছে” মূল্যায়ন

চট্টগ্রাম বোর্ড ২০১৯


২। আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে কৌশিকের মা-বাবা তার মতামত না নিয়েই সুরবালার সঙ্গে বিয়ে ঠিক করে। সুরবালার বাবার অঢেল সম্পদ। গোপনে ঘটকের মধ্যস্থতায় এ বিয়েতে বরপক্ষকে নগদ টাকা, গাড়ি এবং ঢাকার অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যৌতুকের বিষয়টি জানতে পেরে কৌশিক ও সুরবালা বেঁকে বসে এবং সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে পরস্পর বিয়ে করার সিদ্ধান্ত নেয়।


ক. অনুপমের বাবার পেশা কী ছিল?
খ. “এই তো আমি জায়গা পাইয়াছি। ” – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের কৌশিকের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের তুলনা কর ।
ঘ. “উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত সামাজিক অসঙ্গতি অনেকাংশেই প্রতিফলিত।”— যাচাই কর ।

২০২৩ সালের এইচএসসি শিক্ষার্থীদের জন্য, আমরা এইচএসসি বাংলা প্রথম পত্র নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের ফাইনাল সাজেশন প্রদান করেছি। এই সাজেশনটি বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করা হয়েছে। আমরা আশা করি এই সাজেশনটি তোমাদের এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করবে।

প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য এইচএসসি পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং অন্যান্য বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। আমাদের সাইটে তুমি এইচএসসি প্রশ্ন সমাধান এবং এইচএসসি সকল বিষয়ের প্রশ্ন ও উত্তরও পাবে। আমাদের সাথে থাকো এবং এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর পেতে থাকো।

আরও পড়ুন

এইচএসসি সকল বিষয়ের সাজেশন

এইচএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩ (সকল বোর্ড)

এইচএসসি সকল প্রশ্নের উত্তর

Google News Follow
Google News Follow

Check Also

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st …

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

৫ সেপ্টেম্বর এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023: আসসালামু আলাইকুম। …

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩: সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x