২০০৩ সালের এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের এইচএসসি পরীক্ষা দিতে এসে ফুফাতো ফোন ধরা পড়ে। এই ঘটনাটি ঘটে সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। গত দিনের মতো যথা সময়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ডিউটিরত স্যার সকল স্টুডেন্ট এর পরীক্ষার খাতা এডমিট দেখে স্বাক্ষর করছিলেন। একপর্যায়ে এসে পড়ে মামাতো বোনের এইচএসসি পরীক্ষা দিতে আসা ফুফাতো বোনের ও খাতার ওপর। তখন স্যারের কাছে সন্দেহ মনে হয় এবং স্যার তার খাতা এবং ফেস দেখতে চান।
গত মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ তারিখে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয়। এই দিনেই এক ভুয়া পরীক্ষার্থী আরেকজনের পরীক্ষা দিতে আসে। সেই দিনে ভুয়া পরীক্ষার্থীর নাম হচ্ছে জেসিয়া আক্তার। তিনি অন্যান্য পরীক্ষার মতো ভুয়া পরীক্ষার্থী সেযে পরীক্ষা দিতে আসে।
ডিউটিতে অবস্থানরত স্যার তার এডমিট কার্ড এবং ফেস দেখে সন্দেহ করে এবং ভুয়া শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে জানায়।
কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেয়। এবং সেই সময় ভুয়া শিক্ষার্থীর কাছে প্রশ্ন করলে। সে জানায় তার মামাতো বোন অসুস্থ থাকার কারণে সে পরীক্ষা দিতে আসছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নুরুল ইসলাম বলেন, আমরা ভুয়া পরীক্ষা থেকে সনাক্ত করতে পেরেছি এবং তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এবং তাকে আইন অনুযায়ী বহিষ্কার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর হাতে তুলে দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন , আমি সরকারি হরগঙ্গা কলেজে এসেছি এবং দেখতে পারলাম একজন শিক্ষার্থী নকল করতে এসে ধরা পড়েছে। একজনের পরিবর্তে আরেকটি পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে সে শিক্ষার্থী। এরপর বিষয়টা আমি তদন্ত করার জন্য তার ফ্যামিলিতে খবর দেওয়া হয়েছে। তিনি বলেন আমি তদন্ত করে দেখছি কি করা যায়।
আরও পড়ুন
HSC English 1st Paper Suggestion
Hsc English 2nd Paper Suggestion 2023 all board
Dhaka Metro Rail Paragraph for HSC
Padma Bridge Paragraph for HSC
Price Hike Paragraph for HSC 2023
Road Accident paragraph for HSC
Environment pollution paragraph for HSC 2023
Tree Plantation Paragraph for HSC 2023