মাত্র ৯ বছরের শিশু আইফোনের অ্যাপ বানালো হানা
মাত্র ৯ বছরের শিশু আইফোনের অ্যাপ বানালো হানা

মাত্র ৯ বছরের শিশু আইফোনের অ্যাপ বানালো হানা

ভারতীয় মেয়ে হানা মোহাম্মদ রফিক ৯ বছর বয়সেই আইফোনের অ্যাপ বানিয়ে রেকর্ড করছেন। হানা মোহাম্মদ রফিক বর্তমানে বসবাস করেন দুবাইতে তার মাত্র ৯ বছর বয়সে এমন অবদানে প্রশংসা করলেন আইফোনের প্রধান নির্বাহী টিংকু তার প্রশংসা করলেন। হানা মোহাম্মদ রফিক প্রথমে নিজেকে কনিষ্ঠতম আই ও এস ডেভলপার দাবি করে কুককে মেইল করেছিলেন। তিনি মেইলে বলেছিলেন হানাস একটি গল্প বলার অ্যাপ যাতে বাবা মায়েরা নিজের কন্ঠে সন্তানের জন্য গল্প রেকর্ড করে রাখতে পারে।

গত শনিবার এক প্রতিবেদনে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যমে এটি প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয় যে হানা তার বানানো অ্যাপ এবং অন্যান্য অর্জনের বর্ণনা দিয়ে অ্যাপেলের প্রধান নির্বাহীকে ইমেইলে নক করেছিল।

হানার বানানো বিনামূল্যের আইওএস অ্যাপ এ বাচ্চাদের জন্য আকর্ষণীয় গল্প রয়েছে। হানার অ্যাপে বাচ্চারা প্রতিনিয়ত অনেক মজার গল্প পড়তে পারে। বর্তমান যুগে বাচ্চাদের পড়াশোনার জন্য খুব কম বাবা মায়েরাই সময় রয়েছে। এই উপলব্ধি থেকে অনুপ্রাণিত হয়ে হানার অ্যাপটি তৈরি করেছে বলে জানিয়েছে মাত্র আট বছর।

হানা তার ইমেইলে লিখেছিল যে আমি পাঁচ বছর বয়সে কোডিং এর সঙ্গে পরিচিত হই এবং মনে হচ্ছে যে আমি বিশ্বের সবচেয়ে কম বয়সী হিসেবে তা শিখেছি। আমার তৈরি করা অ্যাপে অন্য কারো পূর্বের তৈরি করা কোন কোড ব্যবহার করিনি। এই অ্যাপের প্রায় ১০ হাজার লাইন কোড আমি নিজে লিখেছি এবং দয়া করে আমার অ্যাপটি দেখার অনুরোধ করছি।

হানার বাবা মোঃ রফিক প্রথম টিংকুকের ইমেইলটি পড়েন এবং তিনি বলেন আমি তাকে ঘুম থেকে জাগিয়ে ছিলাম এবং তাকে খবরটি দিয়েছিলাম হানা সঙ্গে সঙ্গে উঠে বসলো এবং দৌড়ে ওয়াশরুমে গেল অন্য সময় তাকে ঘুম থেকে উঠাতে কয়েক মিনিট সময় লেগে যায়। সে মেইল টিপে অত্যন্ত খুশিতে আত্মহারা হয়।

হানার ইমেইলের উত্তরে কুক লিখেছেন এত অল্প বয়সে তোমার সব চিত্তাকর্ষক কৃতিত্বের জন্য অভিনন্দন। তুমি তোমার কাজ চালিয়ে যাও ভবিষ্যতে তুমি আশ্চর্যজনক কিছু করতে পারবে। ধন্যবাদ তোমাকে।

Check Also

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

নগদ একাউন্ট দেখার নিয়মঃ নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার, পরিচালনা করার নিয়ম -নগদ অ্যাপ …

নতুন জন্ম নিবন্ধন আবেদন

নতুন জন্ম নিবন্ধন আবেদন A to Z

আজকে আমরা নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি লাগে, নতুন জন্ম নিবন্ধন আবেদন ফরম …

Nu Degree 3rd year exam routine 2023

Nu Degree 3rd year exam routine 2023 | ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিন ২০২৩

Nu Degree 3rd year exam routine 2023 | ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিন ২০২৩ঃ এখানে ডিগ্রি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x