বাগধারা প্রবাদ ও প্রবচন | চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারাঃ সম্মানিত পাঠক কে আমরা বাগধারা নিয়ে আলোচনা করব। বাগধারা কাকে বলে, বিভিন্ন পরীক্ষায় আসা বাগধারা সমূহ এবং ফ্রেশ ও ইডিয়ম নিয়ে আলোচনা করব।
আজকে আমরা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় বারবার যে বাগধারা গুলো আসছিল। সেগুলো একত্র করে এবং পার্ট আকারে প্রকাশ করব। আমরা যে বাগদারা গুলো দিয়েছি তা বিশেষ করে সামনে প্রাইমারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ।
প্রায় প্রত্যেক পরীক্ষায় এই বাগধারা ট্রপিক থেকে দু একটি প্রশ্ন এসেই থাকে অর্থাৎ চাকরির প্রস্তুতির জন্য যেসব বাগধারা পড়তেই হবে এবং না জানলে আপনার বাগধারার প্রস্তুতি অপূর্ণ থেকে যাবে সেগুলো নিয়ে আজকের আয়োজন।
বাগধারা কাকে বলে?
যে বাক্যাংশ প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে তাকে বাগধারা বলে।
বাগধারা এর অর্থ কি?
বাগধারা এর আভিধানিক অর্থ হচ্ছে বাক্য প্রকাশের ভঙ্গি অথবা কথা প্রকাশের কৌশল বাগধারা হলো একটি বিশেষ অর্থ শব্দগুচ্ছ অর্থাৎ বাক্যের মাধ্যমে বচনভঙ্গি প্রকাশ করা।
বাগধারা প্রবাদ ও প্রবচন | চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা
নিম্নে চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা তালিকা দেওয়া হলো-
বাগধারা | বাগধারার অর্থ |
---|---|
অকাল কুষ্মাণ্ড | অপদার্থ, অকেজো |
অক্কা পাওয়া | মারা যাওয়া |
অগস্ত্য যাত্রা | চিরদিনের জন্য প্রস্তান |
গভীর জলের মাছ | খুব চালাক, সুচেতুর ব্যক্তি |
অজগর ব্যক্তি | আলসেমি |
অর্ধচন্দ্র | গলা ধাক্কা |
অন্ধের যষ্টি | একমাত্র অবলম্বন |
অগ্নি শর্মা | নিরতি সয় ক্রুদ্ধ, ক্ষিপ্ত |
অতি চালাকের গলায় দড়ি | বেশি চালাকের খারাপ পরিনাম |
অতি লোভে তাঁতি নষ্ট | লোভে ক্ষতি |
অগ্নিপরীক্ষা | কঠিন পরীক্ষা |
অদৃষ্টের পরিহাস | ভাগ্যের নিষ্ঠুরতা |
অষ্টরম্ভা | ফাকি, শুন্য |
অথৈ জলে পড়া | বড় বিপদে পড়া |
অন্ধকারে ঢিল মারা | আন্দাজে কাজ করা |
অমৃতে অরুচি | দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা |
অকুল পাথার | ভীষণ বিপদ |
অনুরোধে দেখি গিলা | অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেওয়া |
অল্প বিদ্যা ভয়ংকরী | সামান্য বিদ্যার অহংকার |
অক্ষয় বট | প্রাচীন ব্যক্তি |
অনধিকার চর্চা | সীমার বাইরে পথক্ষেপ |
অরণ্যে রোদন | নিষ্ফল আবেদন |
অহিনুকুল সম্বন্ধ | ভীষণ শত্রুতা |
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
অমাবস্যার চাঁদ | দুর্লভ বস্তু |
আকাশ কুসুম | অসম্ভব কল্পনা |
আকাশ পাতাল | প্রচুর ব্যবধান |
আকাশ থেকে পড়া | অপ্রত্যাশিত |
আকাশের চাঁদ | আকাঙ্ক্ষিত বস্তু |
আগুন নিয়ে খেলা | ভয়ংকর বিপদ |
আগুনে ঘি ঢালা | রাগ বাড়ানো |
আঙ্গুল ফুলে কলাগাছ | হঠাৎ করে বড়লোক হওয়া |
আদায় কাঁচকলায় | তিক্ত সম্পর্ক |
আহ্লাদে আটকানো | খুব বেশি |
আক্কেল সেলামি | নির্বুদ্ধিতার দন্ড |
আকাশের চাঁদ হাতে পাওয়া | দুর্লভ বস্তুপ্রাপ্তি |
আদা জল খেয়ে লাগা | প্রাণপণ চেষ্টা করা |
আক্কেল গুডুম | হতবুদ্ধ, স্তম্ভিত |
আমরা কাঠের ঢেঁকি | অপদার্থ |
আকাশ ভেঙ্গে পড়া | ভীষণ বিপদে পড়া |
আমতা আমতা করা | ইতস্তত কর, দ্বিধা করা |
আট কপালে | হতভাগ্য |
18 মাসের বছর | দীর্ঘসুত্রীতা |
আলালের ঘরের দুলাল | অতি আদরে নষ্ট পুত্র |
আকাশে তোলা | অতিরিক্ত প্রশংসা করা |
আষাঢ় গল্প | আজগুবি কেচ্ছা |
ইদুর কপালে | নিতান্ত মন্দোপাধ্য |
ইচরে পাকা | অকালপক্ক |
ইলশে ঘুরি | গুড়ি গুড়ি বৃষ্টি |
ইতর বিশেষ | পার্থক্য |
সম্মানিত পাঠক উপরে আমরা বিভিন্ন সরকারি বেসরকারি এবং প্রাইভেট কোম্পানির চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50 টি বাগধারা তালিকা দিয়েছি। আশা করি উপরের ৫০ টি বাগধারা সমূহ তোমাদের সরকারি চাকরির প্রস্তুতি নিতে সহায়তা হবে এবং তোমরা যদি চাকরির প্রস্তুতি নিতে চাও অনলাইন থেকে তাহলে আমাদের এনটিআরসিএ নিউজ এর শিক্ষা ক্যাটাগরি ভিজিট করতে পারো। পরবর্তীতে আমরা পার্ট টু তে আরো গুরুত্বপূর্ণ বাগধারা দিয়েছি সবার শুভ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ বাগধারার প্রস্তুতি নেওয়া পাঠক বন্ধুরা।