চাকরি প্রত্যাশীদের স্বপ্ন পূরণের বছর ২০২৩
চাকরি প্রত্যাশীদের স্বপ্ন পূরণের বছর ২০২৩

চাকরি প্রত্যাশীদের স্বপ্ন পূরণের বছর ২০২৩

চাকরির প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক বা চাকরি পেতে অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য নতুন বছরটি।

২০২৩ সাল বলা যায় জব প্রত্যাশীদের জন্য শ্রেষ্ট সময়। আজ পর্যন্ত সরকারি ব্যাংক + আর্থিক প্রতিষ্ঠানে ৬৪৬৪ পোস্টের নিয়োগ প্রকাশ পেয়েছে। সামনে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের নিয়োগ বিজ্ঞাপ্তি আসতে পারে। এছাড়া NSI এর ১০০০+ পোস্টের নিয়োগ বিজ্ঞাপ্তি অপেক্ষামান। আরও বেসরকারি ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের নিয়োগতো রয়েছেই।

কম্বাইন্ড ব্যাংক জব সার্কুলার ২০২৩

Combined Bank Circular:

1. Senior Officer=Post: 922
2. Officer General =Post: 2775
3. Officer Cash =Post: 2416
4. Janata Bank(RC)=Post:351
——————————-
……………………. Total Post: 6464/-

চাকরি প্রত্যাশীদের প্রতি পরামর্শঃ

আপনার জানেন যে,বর্তমান সময়ে সরকারি/বেসরকারি চাকুরী পাওয়া সোনার হরিন পাওয়ার মতো। ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে একটি চাকুরি পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। সরকারি বা বেসরকারি যেকোন চাকুরি পাওয়ার আশায় পরীক্ষার্থীরা ব্যাপক প্রতিযোগীতার সম্মুখীন হয়। সকল চাকরি প্রত্যাশীদের দুইটি ধাপ পার করতে হয় ধাপ দুটি হলোঃ

যার প্রথম ধাপ হলো প্রিলিমিনারি বা এমসিকিউ। যেখানে সামান্য ভুলের জন্য অনেক বাঘা বাঘা পরীক্ষার্থীও বাদ পড়ে যায়। তাই এটাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত।

Read more : জনপ্রিয় কিছু জাভা গেম বাটাম মোবাইল এর জন্য

২য় ধাপ লিখিতঃ আপনি জব পাবেন কি না, তার পুরোটাই নির্ভর করে এই ধাপে। তাই বলা যায় সবচেয়ে কঠিন প্রতিযোগীতার মুখোমুখি হতে হবে এখানেই।

আমরা অনেকেই অনেক ভাবে চাকরির প্রস্তুতি নিয়ে থাকি। তারপরও বেশিরভাগ চাকরি প্রত্যাশী প্রিলিমিনার পরীক্ষায় টিকতে পারি না। এর কারণ হচ্ছে আমাদের চাকরি প্রস্তুতি কৌশল ঠিক নেই এবং গোছালোভাবে চাকরির প্রস্তুতি নিতে পারি না। তবে মূল বিষয় হচ্ছে চাকরি পরীক্ষায় সফল হতে হলে কিছু অভ্যাস আপনাকে প্রতিনিয়ত পালন করতে হবে। নিচে আমরা অভ্যাসগুলো সম্পর্কে জানব।।

জব পরীক্ষায়(ব্যাংক/বিসিএস)সফল প্রস্তুতি নিতে কয়েকটি অভ্যাস নিয়মিত করতেই হবে।

১. প্রতিদিন পেপার পড়া। বাংলা/ইংরেজি। প্রথম আলো/ডেইলি স্টার/Financial Express/The Business Standard
যেকোনো ২টি। যারা বিসিএস এ বেশি মনোযোগী তারা প্রথম আলো/ডেইলি স্টার পড়লেই চলবে। আর যারা ব্যাংকে পরীক্ষায় বেশি মনোযোগী তারা প্রথম আলো/Financial Express/The Business Standard পড়লেই চলবে। প্রতিদিনের গুরুত্বপূর্ণ ডেটা গুলো খাতায় তুলে রাখবেন।

২. প্রতিদিন অংক অনুশীলন করা। কমপক্ষে এমসিকিউ/লিখিত মিলিয়ে ২০/২৫ টি। #যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তারা অবশ্যই ইংরেজিতে অংক অনুশীলন করুন। নয়তো পরীক্ষার হলে বিপদে পড়তে হবে এবং পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে অাফসোস করতে হবে।

৩. নিয়মিত ইংরেজি ভোকাবুলারি ও Questions Bank Solve করা।

৪. দৈনিক কমপক্ষে ১ পাতা করে বাংলা ও ইংরেজি ফোকাস রাইটিং অনুশীলন করা।

৫. অনুবাদ কমপক্ষে ৫ টি বাক্যে হলেও অনুশীলন করুন।

৬. প্রতিদিন একটি করে Previous Year Questions Bank Solve করা। ফলে সাধারণ নলেজ, Computer, Bangla আয়ত্তে চলে আসবে।

৭. যথাসম্ভব ভালো কয়েকটি গ্রুপে একটিভ থাকা(আর বাকিগুলো হতে লিভ নেওয়া) এবং গ্রুপ ডিসকাশন করা।

৮. নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করা। প্রয়োজন ধৈর্য্য, বিনয়ী এবং পরিশ্রম করার যথেষ্ট মানসিকতা।

আশা করি এই নতুন বছরেই আমাদের সবার চাকরি হয়ে যাবে এবং আপনারা যদি নিয়মিত পড়াশোনা করেন এবং প্রতিনিয়ত চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন তাহলে আশা করি বিফল হবেন না। তো মূল কথা হচ্ছে আজকের আলোচনা আপনাদের কেমন হলো অর্থাৎ আমাদের আর্টিকেল বিষয়ে কোন মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতি নিতে এবং চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে।

Check Also

Saptahik Chakrir Dak সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা

Chakrir Dak Saptahik 18 August Friday | আজকের চাকরির ডাক সাপ্তাহিক পত্রিকা

Chakrir Dak Saptahik 18 August Friday | আজকের চাকরির ডাক সাপ্তাহিক পত্রিকাঃ এখানে আপনি সাপ্তাহিক …

বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি

বাংলাদেশের সংবিধান | বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি

বাংলাদেশের সংবিধান | বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি: বাংলাদেশের সংবিধান হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন। এটি ১৯৭২ …

বাগধারা প্রবাদ ও প্রবচন | চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা

বাগধারা প্রবাদ ও প্রবচন | চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা

বাগধারা প্রবাদ ও প্রবচন | চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারাঃ সম্মানিত পাঠক কে আমরা বাগধারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x