এসএসসি রেজাল্ট চেক করতে হলে কিছু নিয়ম মেনে সার্চ করে এসএসসি রেজাল্ট চেক চেক করতে পারবে। এসএসসি রেজাল্ট চেক করতে হলে SSC Roll নাম্বার এবং রেজি নাম্বার লাগবে। আর এখন মাত্র এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাই এসএসসি রেজাল্ট চেক করতে নিম্নের নিয়ম ফলো কর…
এসএসসি রেজাল্ট চেক ২০২৩: এসএসসি রেজাল্ট প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার মূলত এপ্রিল মাসে শুরু হয় এবং শেষ হয় ৩০ শে মে। আজকে আমরা এসএসসি রেজাল্ট চেক করার উপায় স্টেপ বাই স্টেপ আলোচনা করব।
রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ২০২৩ সালের এসএসসি রেজাল্ট রোল নাম্বার দিয়ে চেক করতে পারবে। তবে শুধু রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক করতে হলে নিম্নের কিছু স্টেপ ফলো করতে হবে। তা না হলে এসএসসি রিজাল্ট দেখতে পারবে না রোল নাম্বার দিয়ে।
- ১। www.educationboardresults.gov.bd প্রবেশ করুন। অথবা আমাদের ওয়েবসাইট থেকে এসএসসি রেজাল্ট দেখতে পারবে।
- ২। এসএসসি সিলেক্ট করুন।
- ৩। পরীক্ষার সন এবং বোর্ড নাম দেন।
- ৪। এসএসসি রোল নাম্বারটি দিন।
- ৫। ক্যাপচার ক্লিক করে সাবমিট বাটন ক্লিক করুন অথবা গেট রেজাল্ট ক্লিক করুন।
রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখতে হলে উপরের পাঁচটি নিয়ম ফলো করে দেখতে পারো। আশা করি উপরে পাঁচটি নিয়ম ফলো করলে রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখতে পারবে।
SMS এর মাধ্যমে রেজাল্ট চেক করার নিয়ম
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে আমরা রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম দেখিয়েছি। তোমরা যদি রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখতে না পারো তাহলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট চেক করতে পারো। কারণ যেদিন এসএসসি রেজাল্ট প্রকাশ করে থাকে সেদিন অনলাইন সার্ভার ডাউন থাকে। তাই রেজাল্ট দেখতে হলে এসএমএস এর মাধ্যমে দেখতে পারো। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে নিচের নিয়ম গুলো ফলো করো।
- ১। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি টাইপ করতে হবে।
- ২। এরপর তোমার বোর্ড নামের প্রথম তিন লেটার লিখতে হবে। শুধি তোমার বোর্ডের নাম দিনাজপুর হয়।
- তাহলে লিখতে হবে DIN. আর যদি ঢাকা বোর্ড হয় তাহলে DHA লিখতে হবে।
- ৩। এসএসসি এবং বোর্ড নাম লেখার পরে এই ১৬২২২ নাম্বারে সেন্ড করতে হবে।
এস এস এম এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে উপরের তিনটি নিয়ম ফলো করলেই রেজাল্ট চেক করতে পারবে।
উদাহরণঃ SSC DHA 123456 & SEND 16222.
জেনারেল বোর্ডে রেজাল্ট চেক করার ফরম্যাটঃ
এসএসসি জেনারেল বোর্ডের রেজাল্ট চেক করার নিয়ম নিচে দেওয়া হল। আশা করি নিম্নের নিয়ম ফলো করলে এসেছি জেনারেল বোর্ডের রেজাল্ট চেক করতে পারবে। উদাহরণ :
SSC DHA 123456 & SEND 16222.
মাদ্রাসা বোর্ডের রেজাল্ট চেক করার ফরম্যাটঃ
তোমাদের মধ্য থেকে অনেকেই ইনবক্স করে জানিয়েছে যে এসএসসি মাদ্রাসা বোর্ডের রেজাল্ট কিভাবে চেক করব। তাই নিম্নে এসএসসি মাদ্রাসা বোর্ডের রেজাল্ট চেক করার ফরমেট উদাহরণ হিসেবে দেওয়া হলো। উদাহরণ :
SSC MAD 123456 & SEND 16222.
টেকনিক্যাল বোর্ডের রেজাল্ট চেক করার ফরম্যাটঃ
SSC TEC 123456 & SEND 16222.
সর্বশেষ কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, উপরে আমরা এসএসসি রেজাল্ট চেক করার কয়েকটি নিয়ম দিয়েছি। আশা করি তোমরা যে কোন মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করতে পারবে। উপরে আমরা দেখিয়েছি কিভাবে এসএসসি রেজাল্ট চেক করতে হয় এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে চেক করতে হয় অর্থাৎ এসএসসি রেজাল্ট চেক করার সমস্ত উপায় বর্ণনা করেছি। আর যদি না পারো এসএসসি রেজাল্ট চেক করতে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো। তো সবার শুভকামনা এবং ভালো রেজাল্ট প্রত্যাশা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।
SMS এর মাধ্যমে রেজাল্ট চেক করার নিয়ম
এসএমএস এর মাধ্যমে এসএসসি জেনারেল বোর্ড এর রেজাল্ট দেখার নিয়ম