Hsc রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র চূড়ান্ত ও ফাইনাল সাজেশন | HSC chemistry 1st and 2nd paper suggestion 2023
Hsc রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র চূড়ান্ত ও ফাইনাল সাজেশন | HSC chemistry 1st and 2nd paper suggestion 2023

এইচএসসি ২০২৩ রসায়ন সাজেশন – HSC Chemistry Final Suggestion 2023

এইচএসসি ২০২৩ রসায়ন সাজেশন – hsc chemistry final suggestion 2023: এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। অবশ্যই বিগত দিনে পরীক্ষা ভালো ভাবে সম্পন্ন করেছ। সাজেশন নিয়ে এসেছি। আজকে আর্টিকেলে এইচএসসি ২০২৩ রসায়ন এর ফাইনাল ও চূড়ান্ত সাজেশন প্রকাশ করতে যাচ্ছি। আশা করি আমাদের সাজেশন থেকে তোমাদের রসায়ন পরীক্ষায় সর্বোচ্চ কমন থাকবে। কারণ আমাদের সাজেশন গুলো বিভিন্ন চার এবং ম্যাডামের দীর্ঘদিন ও অভিজ্ঞতার আলোকে তৈরি করা হয়েছে। তো আজকে সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলো দেখে নেওয়া যাক সাজেশন টি।

এইচএসসি রসায়ন ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC Chemistry 1st Paper Suggestion 2023

২০২৩ সালের এইচএসসি রসায়ন ১ম পত্র পরীক্ষা ০৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আসা করি তোমাদের রসায়ন বিষয়ে প্রস্তুতি ভালো আছে। তবে অনেক স্টুডেন্ট এর বিভিন্ন কারনে পড়াশুনা করা হয় নি।

এছাড়া সবার ভালো রেজাল্ট এর উদ্দ্যেশ্যে এইচএসসি রসায়ন ১ম পত্র চূড়ান্ত ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হলাম। আসা করি আমাদের সাজেশন থেকে বিগত দিনের মতো আজকের রসায়ন পরীক্ষায় ১০০% কমন পড়বে।

এইচএসসির রসায়ন সাজেশন ২০২৩

উচ্চমাধ্যমিক পর্যায়ে রসায়ন প্রথম পত্র ও রসায়ন দ্বিতীয় পত্র দুটি সাবজেক্ট থাকে। সামনে তোমাদের প্রথমে প্রশন প্রথম পত্র পরীক্ষা হবে এবং তারপর দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে তোমাদের রসায়ন প্রথম পত্র সাজেশন প্রকাশ করব এবং দ্বিতীয় অত্র সাজেশন পরবর্তীতে প্রকাশ করা হবে পরীক্ষার আগে আগে।

এছাড়া শিক্ষার্থীর বন্ধুরা আমাদের সকল বিষয়ের সকল সাজেশন আমাদের এই সাইটে প্রকাশ করা হয়। এছাড়া আমাদের সাইটে তোমাদের সকল বোর্ডের সকল বিষয়ের প্রশ্ন সমাধান করে দেওয়া হয়।

এইচএসসি রসায়ন ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন ২০২৩


আজকের রসায়ন সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করেছি।

রসায়ন ১ম পত্র সাজেশনটি অনেক শর্ট করে তৈরি করা হয়েছে।। এগুলো ফলো করলে এইচএসসি রসায়ন ১ম পত্র পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করতে পারবেন। তাই লেট না করে এখনই দেখা শুরু করুন।

এইচএসসি রসায়ন ১ম পত্র সৃজনশীল সাজেশন ২০২৩


এইচএসসি রসায়ন ১ম পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি। সেগুলো পর্যাপ্ত নয়, যারা A+ পেতে চান তাদের আরো পড়া প্রয়োজন। তাই আমরা এইচএসসি রসায়ন ১ম পত্র 2023 সালের সৃজনশীল প্রশ্নের সাজেশন দিব। আমি মনে করি এখান থেকে 100% সিউর কমন পড়বে।

আজকের রসায়ন ১ম পত্র সৃজনশীল সাজেশন টি অনুসর করলে আপনি সহজে ভাল রেজাল্ট করতে পারবেন। এইচএসসি রসায়ন ১ম পত্র সাজেশন 2023 এর সৃজনশীল প্রশ্ন অনেক যাচাই-বাছাই করে তৈরি করেছি। তাই ১০০% কমন পড়বে, আপনি নিশ্চিত থাকতে পারেন।

এইচএসসি ২০২৩ রসায়ন ১ম পত্র অধ্যায়সমূহ

২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি রসায়ন ১ম পত্রের চারটি অধ্যায় পড়তে হবে। এই অধ্যায়গুলো হলো:

  • দ্বিতীয় অধ্যায়: গুণগত রসায়ন
  • তৃতীয় অধ্যায়: মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
  • চতুর্থ অধ্যায়: রাসায়নিক পরিবর্তন
  • পঞ্চম অধ্যায়: কর্মমুখী রসায়ণ

গুণগত রসায়ন

এই অধ্যায়ের অধীনে পড়তে হবে:

  • রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ
  • রাসায়নিক বিক্রিয়ার গতি
  • রাসায়নিক বিক্রিয়ার তাপীয় পরিবর্তন

মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন

এই অধ্যায়ের অধীনে পড়তে হবে:

  • পর্যায় সারণির বিবর্তন
  • মৌলের পর্যায়বৃত্ত ধর্ম
  • রাসায়নিক বন্ধন

রাসায়নিক পরিবর্তন

এই অধ্যায়ের অধীনে পড়তে হবে:

  • রাসায়নিক বিক্রিয়ার নীতি
  • রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ
  • রাসায়নিক বিক্রিয়ার গতিবিদ্যা

কর্মমুখী রসায়ণ

এই অধ্যায়ের অধীনে পড়তে হবে:

  • ধাতুবিদ্যা
  • প্লাস্টিক
  • সিমেন্ট
  • সার

এইচএসসি রসায়ন ১ম পত্রের অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে। সিলেবাস সংক্ষিপ্ত করা হলেও অধ্যায়গুলোর গুরুত্ব কমে যায়নি। একটু ভালো করে পড়লেই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

এইচএসসি রসায়ন প্রথম পত্র সাজেশন ২০২৩

রসায়ন প্রথম পত্র সাজেশন এর তৈরি করা হয়েছে শর্ট সিলেবাসের আলোকে। তোমরা যদি শর্ট সিলেবাস না পেয়ে থাকো তাহলে আমাদের সাইট থেকে দেখে নিতে পারো। আমরা আমাদের সাইটে রসায়ন প্রথম পত্রের শর্ট সিলেবাস এবং মানবন্টন প্রকাশ করেছি। যা তোমাদের পরীক্ষা ভালো নাম্বার তোলার জন্য অনেক জরুরী। যাইহোক আজকে নেমে থেকে রসায়ন প্রথম পত্রের সাজেশন দেখে নাও।

রসায়ন প্রথম পত্র জ্ঞানমূলক প্রশ্ন

২য় অধ্যায়- গুণগত রসায়ন

১. আলফা কণা (a) কী ?

২. আইসোটোপ/ আইসোটোন কী?

৩. কোয়ান্টাম সংখ্যা কী?

৪. অরবিট কী? ও অরবিটাল কী?

৫. আউফবাউ নীতি কী?

৬. হুন্ডের নীতি কী?/ পলির বর্জন নীতিটি লিখ।

৭. বর্ণালী কী?/তড়িৎ চৌম্বক বিকিরণ কাকে বলে?

৮. দ্রাব্যতা কাকে বলে?

৯. দ্রাব্যতা / আয়নিক গুণফল কী?

১০. কেলাসন কী?

জ্ঞানমূলক প্রশ্ন

৩য় অধ্যায়- মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন

১. ক্ষার ধাতু কী?

২. মৃৎক্ষার ধাতু কাকে বলে?

৩. প্রতিনিধিত্বকারী মৌল বলতে কী বুঝ?

৪. পর্যায়বৃত্ত ধর্ম কী?

৫. আয়নিকরণ বিভব কী

৬. ইলেকট্রন আসক্তি কাকে বলে?

৭. তড়িৎ ঋণাত্মকতা কী?

৮. পোলারায়ন কী?

৯। সিগমা বন্ধন কী?

১০. অরবিটাল সংকরণ কী?

জ্ঞানমূলক প্রশ্ন

৪র্থ অধ্যায়- রাসায়নিক পরিবর্তন

১. গ্রিন কেমিস্ট্রি কী?

২. এটম ইকোনমি কী?

৩. রাসায়নিক সাম্যাবস্থা কী?

৪. লা-শাতেলিয়ার নীতিটি বিবৃত কর।

৫. ভরক্রিয়া সূত্রটি লিখ ।

৬. সাম্যধ্রুবক কাকে বলে?

৭. পানির আয়নিক গুনফল কী?

৮. অসওয়াল্ডের লঘূকরণ সূত্র লিখ।

৯. এসিডের বিয়োজন ধ্রুবক কী?

১০. pH এর সংজ্ঞা লিখ ।

জ্ঞানমূলক প্রশ্ন

৫ম অধ্যায়- কর্মমুখী রসায়ন

১. নিরাপদ খাদ্য কাকে বলে?

২. খাদ্য নিরাপত্তা কী?

৩. প্রিজারভেটিভ কী?

৪. অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভ কী?

৫. অ্যান্টি মাইক্রবিয়াল প্রিজারভেটিভ কী?

এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা উপরে আমরা তোমাদের রসায়ন প্রথম পত্র বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন গুলো তুলে দেওয়া হয়েছে। আশা করি আজকের জ্ঞানমূলক প্রশ্নগুলো তুমি পড়ে থাকলে সামনে দিনের রসায়ন প্রথম পত্র পরীক্ষায় কমন থাকার সম্ভাবনা রয়েছে। অতএব উপরের জ্ঞানমূলক প্রশ্নগুলোর সমাধান সহ এখনই পড়ে নাও।

এইচএসসি রসায়ন ১ম পত্র বহুনির্বাচনি/নৈবিত্তিক সাজেশন ২০২৩ – HSC Chemistry 1st Paper MCQ Suggestion 2023

শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সকল বোর্ডের সকল বিষয়ের প্রশ্ন সমাধান এবং সাজেশন প্রদান করে থাকি নিয়মিত। তোমরা যদি কোন প্রশ্ন সমাধান এবং সাজেশন পেতে চাও তাহলে আমাদের গুগল নিউজ ফলো করো। তো সবার শুভ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।

Check Also

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st Paper Mcq Suggestion 2023

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ২০২৩ | Islamic History and Culture 1st …

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

৫ সেপ্টেম্বর এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC History 1st Paper Suggestion 2023: আসসালামু আলাইকুম। …

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন ২০২৩: সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x